• শনিবার ১৮ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৪ ১৪৩১

  • || ০৯ জ্বিলকদ ১৪৪৫

ইমরান খানের বক্তব্যকে আবর্জনা বললেন সৌরভ গাঙ্গুলি

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ৪ অক্টোবর ২০১৯  

জাতিসংঘের বক্তৃতায় পারমাণবিক যুদ্ধের প্রসঙ্গ টেনে পরোক্ষভাবে ভারতকে ধ্বংসের হুঁশিয়ারি দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। সাবেক পাক অধিনায়কের এমন মন্তব্যের সমালোচনায় সরব হয়েছেন ভারতীয় কিংবদন্তি সৌরভ গাঙ্গুলি।

জাতিসংঘে উস্কানিমূলক বক্তব্যের পর এক অনুষ্ঠানে হাজির হয়েছিলেন ইমরান খান। সেই অনুষ্ঠানের পরিচালকও তাকে রীতিমতো ভর্ৎসনা করেন। সরাসরি মুখের ওপর বলে দেন, ইমরানকে পাকিস্তানের প্রধানমন্ত্রী মনে হয় না।

সেই অনুষ্ঠানের ভিডিও নিজের টুইটার অ্যাকাউন্টে পোস্ট করেছেন ভারতের সাবেক ওপেনার বীরেন্দ্র শেবাগ। ক্যাপশনে লিখেন, এমন একজন প্রবাদপ্রতিম মানুষ নিজেকে আর কত অপমানিত করবেন। উনি যেন কথা বললেন মার্কিন রাজমিস্ত্রির মতো।

শেবাগের এ টুইটের পরিপ্রেক্ষিতে ভারতের সর্বকালের অন্যতম সেরা অধিনায়ক সৌরভ গাঙ্গুলি বিষয়টিকে বলেছেন দুর্ভাগ্যজনক হিসেবে। 

সৌরভ বলেন, পাকিস্তান তথা বিশ্বজুড়ে শান্তি প্রতিষ্ঠা আশু প্রয়োজন। ইমরান খানের বক্তব্য আবর্জনার মত। ক্রিকেটার ইমরানের সঙ্গে প্রধানমন্ত্রী ইমরানের কোনো মিল নেই।