• শনিবার ১৮ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৪ ১৪৩১

  • || ০৯ জ্বিলকদ ১৪৪৫

পশ্চিমবঙ্গে দুর্গাপূজা উদযাপনে ব্যস্ত সনাতন ধর্মাবলম্বীরা

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ৪ অক্টোবর ২০১৯  

আজ মহাষষ্ঠী। পশ্চিমবঙ্গে নানা আনুষ্ঠানিকতায় দুর্গাপূজা উদযাপনে ব্যস্ত সনাতন ধর্মাবলম্বীরা। দেবী দর্শনে ভিড় বাড়ছে প্রতিনিয়ত। পঞ্চমীর বিকেল থেকেই মানুষের ঢল শুরু হয় কলকাতার মন্ডপগুলোতে। পঞ্চমীর বিকেল ও রাতের মন্ডপ ঘুরে সেই খবর জানাচ্ছেন সুব্রত আচার্য, ক্যামেরায় ছিলেন সৌমেন রায় চৌধুরী।

কলকাতার সেরা পুজা গুলোর একটি দমদম পার্কের তরুণ সংঘের পুজা। এবার তাদের থিম ২০৯১ সাল। মানুষ যেভাবে পরিবেশ ধ্বংস কোরে আবাসন তৈরি করছেন, তাতে হয়তো আগামী ৭০ বছর পর দেখা দেবে অক্সিজেনের সংকট। আর এ বিষয়টিকে ফুটিয়ে তোলা হয়েছে মণ্ডপজুড়ে। আলোচিত এই মণ্ডপে বিকেল থেকে হাজারো মানুষের ঢল নামে।

কলকাতার ভারতচক্র ক্লাবের পুজার থিম, মূর্ত-বির্মূত। শিল্পী মানুষের জ্ঞান আলোকে ফুটিয়ে তুলেছেন শিল্পকর্মের মধ্যদিয়ে।

বিকেল গড়িয়ে সন্ধ্যা। কলকাতার বরাহনগর এলাকার স্বেত-পাথরে এই মণ্ডপ দেখতে ভিড় করেন সব বয়সীর দর্শনার্থী।

মহাষষ্ঠীতেও সন্ধ্যার পর মণ্ডপগুলোতে বহু মানুষের আগমন ঘটবে বলে আশা পুজা আয়োজকদের।