• শনিবার ১৮ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৪ ১৪৩১

  • || ০৯ জ্বিলকদ ১৪৪৫

বিক্ষোভে মুখোশ পরায় নিষেধাজ্ঞা!

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ৪ অক্টোবর ২০১৯  

হংকং-এ মুখোশ পরে বিক্ষোভের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে স্বায়ত্বশাসিত অঞ্চলটির নির্বাহী ক্যারি লাম। গেল পহেলা অক্টোবর চীনের কমিউনিস্ট পার্টি শাসনের ৭০তম বার্ষিকীতে হংকং জুড়ে ব্যাপক তাণ্ডব চালায় গণন্ত্রপন্থিরা।

সহিংসতা চালানোর জেরে শুক্রবার এক সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করে বলেন, চলমান আন্দোলনে কিছু উগ্র বিক্ষোভকারী মুখোশ পরে সরকারি-বেসরকারি স্থাপনায় ভাঙ্চুর চালানোর পাশাপাশি অগ্নিসংযোগের ঘটনা ঘটাচ্ছে।

এতে হংকংকে শহরকে ধ্বংসের দিকে ঠেলে দেয়া হচ্ছেও বলে ক্ষোভ জানান ক্যারি লাম। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতেই এমন পদেক্ষপ নিয়েছে কর্তৃপক্ষ।

এদিকে, আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে উঠে এসেছে, চলমান আন্দোলন দমাতে বিক্ষোভে গুলি চালিয়েছে নিরাপত্তা বাহিনী। এতে গুলিবিদ্ধ হয়ে এক আন্দোলনকারী হাসপাতালে ভর্তি হয়েছেন।