• রোববার ১৯ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৫ ১৪৩১

  • || ১০ জ্বিলকদ ১৪৪৫

বন্দি বিনিময় চুক্তি করলো ইয়েমেন সরকার ও হুথি বিদ্রোহীরা

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ৬ ডিসেম্বর ২০১৮  

যুদ্ধবিধ্বস্ত ইয়েমেনে ইরান সমর্থিত সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী হুথিদের সঙ্গে বন্দি বিনিময় চুক্কিতে রাজি হয়েছে দেশটির সরকার। বুধবার জাতিসংঘ প্রস্তাবিত শান্তি আলোচনা শুরুর আগে বন্দি বিনিময়ে একমত হলো দুই পক্ষ।
২০১৫ সালে ইয়েমেনের প্রেসিডেন্ট মনসুর হাদিকে উচ্ছেদ করে রাজধানী দখলে নেয় ইরান সমর্থিত হুথি বিদ্রোহীরা। পরে সৌদির রাজধানী রিয়াদে নির্বাসনে যেতে বাধ্য হন হাদি। হুথিদের ক্ষমতা দখলের পর থেকেই হাদির অনুগত সেনাবাহিনীর একাংশ তাদের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে। ২০১৫ সালের মার্চে হুথি বিদ্রোহীদের বিরুদ্ধে মিত্রদের নিয়ে ‘অপারেশন ডিসাইসিভ স্টর্ম’ নামে সামরিক অভিযান শুরু করে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত। সৌদি জোটের অভিযান শুরুর পর এ পর্যন্ত ১০ হাজারের বেশি মানুষ নিহত হয়েছে। এদের মধ্যে অনেক শিশু রয়েছে।

হুথি বিদ্রোহীদের বন্দি বিষয়ক কমিটির চেয়ারম্যান আব্দুল কাদের আল মুরতাজা বলেন, ‘জাতিসংঘের েইয়েমেনি দূত মার্টিন গ্রিফিন আমাদের জানিয়েছেন যে সৌদি জোট ও ইয়েমেন সরকার বন্দি বিনিময়ে রাজি হয়েছেন।

এখন হুথিরা তাদের অংশের প্রক্রিয়ার কাজ করছেন বরে জানান তিনি। মুর্তাজা বলেন, ‘ইয়েমেনের মানবেতর পরিস্থিতি মোকাবিলায় এটাই হবে প্রথম ধাপ। তিনি আশা করেন কোনও সমস্যা ছাড়াই এই চুক্তি বাস্তবায়িত হবে।

২০১৪ সাল থেকে হুথিদের নিয়ন্ত্রণে থাকা ইয়েমেনি রাজধানী সানায় সফর করছেন গ্রিফিনস। তিনি জাতিসংঘের শান্তি আলোচনা বাস্তবায়নের চেষ্টা করে যাচ্ছেন।

এর আগে সোমবার ৫০ হুথি বিদ্রোহীদের চিকিৎসার জন্য ওমান যাওয়ার অনুমতি দেয় আরব জোট। ধারণা করা হচ্ছে দুই পক্ষের আলোচনায় ইয়েমেনে মানবেতর পরিস্থিতির অবসান ঘটবে।