• রোববার ১৯ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৪ ১৪৩১

  • || ১০ জ্বিলকদ ১৪৪৫

কয়েন জমিয়ে কিনলেন স্বপ্নের বিএমডব্লিউ গাড়ি!

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ৫ ডিসেম্বর ২০১৯  

প্রতিটি মানুষের কিছু স্বপ্ন থাকে। আর সেই স্বপ্নকে বাস্তবায়নের জন্য প্রয়োজন ইচ্ছাশক্তি। কারণ ইচ্ছা থাকলে উপায় হয়। অনেকেরই স্বপ্নের গাড়ি বিএমডব্লিউ। তাই স্বপ্নের গাড়ি কিনতে টাকা নয় কয়েন জমিয়ে সেই টাকা দিয়ে বিএমডব্লিউ কিনেছেন চীনের এক ব্যবসায়ী।

স্থানীয় সংবাদ মাধ্যমে বলা হয়, কয়েক বছর ধরে এক ব্যবসায়ী চীনা মুদ্রা ইয়ান কয়েন জমা করেন। কয়েনগুলো বাক্সবন্দী করে সোজা চলে যান দোকানে। কিনে ফেলেন ৪৫ হাজার পাউন্ডের একটি ব্র্যান্ড নিউ বিএমডব্লিউ।

চীনের ফুজিয়ান প্রদেশের দোকানের সেলস ম্যানেজার মি. জু বলেন, তিনি পাইকারী ব্যবসায়ী। গাড়িটি ক্রয়ের পর প্রথম কিস্তির অর্থ কয়েনে পরিশোধ করবেন বলে খুব জোরাজুরি করেন। তাও আবার প্রতিটা ৫ ইয়ানের কয়েন। তিনি দীর্ঘদিন ধরে ওই কয়েনগুলো জমা করেছেন। সব মিলে ৭০ হাজার ইয়ান হবে। গাড়ির প্রথম কিস্তি ৭ হাজার ৯৫৪ পাউন্ড শেষমেশ এই কয়েন দিয়েই শোধ করেছেন তিনি। 

১০টি বাক্সের মধ্যে থাকা কয়েনগুলো ওই ব্যবসায়ীর বাড়ি থেকে নিয়ে আসেন দোকানের বেশ কয়েকজন কর্মচারী। আনার পর সেগুলো দোকানের মেঝেতে ঢালা হয়। সেলস ম্যানদের একটা গ্রুপ কয়েনগুলো কয়েক ঘণ্টায় গুনে শেষ করেন।