• সোমবার ২০ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৫ ১৪৩১

  • || ১১ জ্বিলকদ ১৪৪৫

মা ও শিশুকে আছড়ে মারল হাতি

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ৩ ফেব্রুয়ারি ২০২০  

হাতির হামলায় ফের প্রাণহানি। এবার মৃত্যু হলো মা এবং তার শিশুকন্যার। সোমবার সকালে ঘটনাটি ঘটেছে ভারতের ঝাড়গ্রাম জেলার ঝাড়খণ্ডের গোয়ালডিহা গ্রামে। তাদের মরদেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে।  

ঝাড়খণ্ডের গোয়ালডিহা গ্রামের বাসিন্দা কল্যাণী শবর। তার ছিল বছর দেড়েকের একটি কন্যাসন্তান। মূলত জঙ্গল থেকে কাঠ সংগ্রহ করেই দিন কাটত ওই নারীর। সোমবার সকালে ছোট্ট মেয়েকে কোলে নিয়ে জঙ্গলে কাঠ জোগাড় করতে গিয়েছিলেন কল্যাণী। তবে কাঠের খোঁজ করতে করতে হঠাৎ হাতির সামনে চলে আসেন তিনি। 

হাতি মা-শিশুকন্যাকে আছড়ে মারে। ছিন্নভিন্ন হয়ে যায় দু’জনের শরীর।  

গিধনির রেঞ্জার বাসিরুল আলম বলেন “ঝাড়খণ্ডের গোয়ালডিহায় হাতির হামলায় মা এবং মেয়ের মৃত্যুর ঘটনা আমরা খতিয়ে দেখছি। ”

বনদফতরের দাবি, দিন যত যাচ্ছে ততই কমছে বনাঞ্চল। তাই খাবারের খোঁজ করতে গিয়ে হিমশিম খাচ্ছে বন্যপ্রাণীরা। সে কারণেই লোকালয়ে চলে আসছে তারা। তাই বারবার এমন কাণ্ড ঘটছে।