• সোমবার ২০ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৫ ১৪৩১

  • || ১১ জ্বিলকদ ১৪৪৫

সামনে বিয়ে, দেশে ফিরতে তরুণীর আকুতি

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ৪ ফেব্রুয়ারি ২০২০  

চলতি মাসে বিয়ের দিনক্ষণ নির্ধারিত। তবে করোনাভাইরাসে আক্রান্ত কিনা এমন সন্দেহে এক তরুণীকে দেশে ফেরত আনেনি বিশেষ বিমান। এতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও আপলোড করে দেশে ফেরার আকুতি জানিয়েছেন ওই তরুণী।-খবর আনন্দবাজার পত্রিকার।

সংবাদমাধ্যমটি জানায়, ভারতের অন্ধ প্রদেশের তরুণী আন্নেম জ্যোতি চীনে শিক্ষানবিশ ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত রয়েছেন। করোনাভাইরাসের আতঙ্কে থাকা সব ভারতীয় নাগরিকদের দেশে ফিরিয়ে আনতে বিশেষ বিমানের ফ্লাইট চালু করে এয়ার ইন্ডিয়া। তবে শরীরের জ্বর থাকায় তাকে দেশে ফেরত আনেনি বিমানটি।

জ্যোতি ওই ভিডিওতে জানান, গত সপ্তাহে এয়ার ইন্ডিয়ার প্রথম ফ্লাইটে ৫৮ জন ভারতীয় নাগরিককে দেশে ফেরানোর কথা ছিল। সেই সব নাগরিকদের মধ্যে তিনিও ছিলেন। তবে শরীরের জ্বর থাকায় স্ক্রিনিংয়ের সময়ে বাদ পড়েন তিনি ও তার সহকর্মী সত্য সাই কৃষ্ণ। ওই সময় তাকে দ্বিতীয় বিমানে আনার আশ্বাস দেয়া হয়।

করোনাভাইরাসে আক্রান্ত কিনা এমন অনিশ্চিয়তার দাবি তুলে তাকে দেশে ফেরানো হচ্ছে না বলে জানান জ্যোতি। তিনি আরো জানান, শরীরে জ্বর থাকায় দ্বিতীয় বিমানে তাদের তোলা হয়নি। তাদের শরীরের করোনাভাইরাসের কোনো লক্ষণ নেই। তারা সুস্থতা প্রমাণে প্রস্তুত রয়েছেন।

এদিকে, মেয়েকে দেশে ফেরাতে সরকারের কাছে আবেদন করেছেন জ্যোতির মা প্রমীলা। তিনি বলেন, এ মাসেই মেয়ের সঙ্গে বেঙ্গালুরের এক পাত্রের বিয়ের দিনক্ষণ ঠিক করা হয়েছে। কিন্তু মেয়ে উহান শহরে আটকা পড়ায় সবাই দুশ্চিতায় রয়েছেন।