• সোমবার ২০ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৬ ১৪৩১

  • || ১১ জ্বিলকদ ১৪৪৫

রাশিয়ায় প্রবেশে নিষেধাজ্ঞা চীন ফেরত বিদেশিদের

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ৪ ফেব্রুয়ারি ২০২০  

বর্তমানে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া একটি আতঙ্কের নাম করোনাভাইরাস। এটি দমনে বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে দেশগুলো। এ ভাইরাস ছড়িয়ে পড়ার আতঙ্কে এবার চীন ফেরত বিদেশিদের রাশিয়ায় প্রবেশে সাময়িকভাবে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

মঙ্গলবার থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে বলে জানানো হয়েছে দেশটির সরকারি ওয়েবসাইটের প্রকাশিত একটি আদেশে। 

এর আগে করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে চীনের সঙ্গে সীমান্ত বন্ধের ঘোষণা দেয় রাশিয়া। তখন রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, এখন থেকে অনির্দিষ্টকালের জন্য চীনের নাগরিকদের জন্য ইলেক্ট্রনিক ভিসার সুযোগও বন্ধ করে দেবে মস্কো।

বিশ্বব্যাপী আতঙ্ক সৃষ্টিকারী করোনাভাইরাস ২৪টি দেশে ছড়িয়েছে। চীনের বাইরে করোনাভাইরাসে সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে জাপানের নাগরিকরা। এখন পর্যন্ত সেখানে ২০ জন আক্রান্ত হয়েছেন বলে জানা গেছে।

এছাড়াও থাইল্যান্ড, জাপান, দক্ষিণ কোরিয়া, যুক্তরাষ্ট্র, ভিয়েতনাম, হংকং, সিঙ্গাপুর, ভারত, মালয়েশিয়া, নেপাল, ফ্রান্স, অস্ট্রেলিয়া, কানাডা, জার্মানি, কম্বোডিয়া, শ্রীলঙ্কা, সংযুক্ত আরব আমিরাত, তাইওয়ান ও ইসরায়েলে এ ভাইরাসে আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে। প্রতিদিনই নতুন নতুন রোগীকে শনাক্ত করা হচ্ছে।

চীনে সর্বশেষ ৪২৫ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। এছাড়া ভাইরাসে আক্রান্ত হয়েছেন ২০ হাজার ৪৩৮ জন। আক্রান্তদের মধ্যে শুধুমাত্র হুবেই প্রদেশেই রয়েছে ১১ হাজার।

সূত্র- পার্সটুডে