• রোববার ১৯ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৫ ১৪৩১

  • || ১০ জ্বিলকদ ১৪৪৫

ইপসোস জরিপে সবচেয়ে সুখী দেশ চীন, তৃতীয় সৌদি আরব

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ১৩ অক্টোবর ২০২০  

বিশ্বের সবচেয়ে সুখী দেশের তালিকা প্রকাশ করেছে ফ্রান্স ভিত্তিক বাজার গবেষণা সংস্থা ইপসোস। এ তালিকায় প্রথম স্থান অর্জন করেছে পূর্ব এশিয়ার দেশ চীন। এর পরই নেদারল্যান্ডস ও সৌদি আরবের অবস্থান।

ইপসোস দ্বারা পরিচালিত এই জরিপটিতে বিশ্বের ২৭টি দেশে সুখের মাত্রা পরিমাপ করা হয়েছে। জরিপের ফলাফলে বলা হয়েছে, চীন এবং নেদারল্যান্ডসের প্রতি ১০ জনের মধ্যে ৯ জনই নিজেকে সুখী মানুষ হিসেবে বর্ণনা করেছেন। সৌদি আরবের ১০ জনের মধ্যে প্রায় আটজন মানুষ তাদের পরিস্থিতি নিয়ে সন্তুষ্ট।

শীর্ষ ১০-এর পরের অবস্থানগুলোতে যথাক্রমে- ফ্রান্স, কানাডা, অস্ট্রেলিয়া, ব্রিটেন, সুইডেন, জার্মানি এবং বেলজিয়াম রয়েছে। এ জরিপে মার্কিন যুক্তরাষ্ট্রের অবস্থান একাদশতম স্থানে।সূচকের সর্বনিম্ন সুখের দেশগুলোর মধ্যে রয়েছে স্পেন, চিলি এবং পেরু।এছাড়া ভারতে শতকরা ২২ জন মানুষ নিজেকে সুখী হিসেবে মনে করে।

করোনভাইরাস মহামারির মধ্যে সংস্থাটি ২৪ জুলাই থেকে ৭ আগস্ট পর্যন্ত জরিপটি চালিয়েছিল। একটি অনলাইন জরিপ প্ল্যাটফর্মের মাধ্যমে প্রতিটি দেশ থকে এক হাজারেরও বেশি প্রাপ্তবয়স্কদের ভোট নেয়া হয়েছে। জরিপে অন্তর্ভূক্ত ২৭ দেশের প্রতি ১০ জনের ৬ জন প্রাপ্তবয়ষ্ক মানুষ নিজেকে সুখী হিসাবে বর্ণনা করেছেন।