• রোববার ১৯ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৪ ১৪৩১

  • || ১০ জ্বিলকদ ১৪৪৫

যুক্তরাষ্ট্রে আটক ইরানের প্রেস টিভির উপস্থাপক কারাগারে

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ১৭ জানুয়ারি ২০১৯  

যুক্তরাষ্ট্রে আটক ইরানের প্রেস টিভির উপস্থাপক সাংবাদিক মার্জিয়া হাসেমিকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন দেশটির আদালত। গতকাল বুধবার রাষ্ট্র পরিচালিত সম্প্রচারমাধ্যম প্রেস টিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, মার্কিন বংশোদ্ভুত এ সাংবাদিক ইরানের ইংরেজি-ভাষার প্রেস টিভিতে কর্মরত। গত রোববার হাসেমিকে সেন্ট লুইস ল্যামবার্ট ইন্টান্যাশনাল এয়ারপোর্ট থেকে আটক করে ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই)। এর পর তাকে ওয়াশিংটন ডিসি কারাগারে রাখা হয়।

তবে এ উপস্থাপকের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে কোনো অভিযোগ দায়ের করা হয়নি। এদিকে তাৎক্ষণিকভাবে হাসেমিকে আটকের বিষয়ে কোনো মন্তব্য করেনি এফবিআই।

প্রেস টিভির প্রতিবেদনে বলা হয়, টিভি উপস্থাপক ও ডকুমেন্টারি ফ্লিম নির্মাতা হাসেমি তার পরিবারের সঙ্গে যুক্তরাষ্ট্রে বেড়াতে গিয়েছিলেন। গ্রেপ্তারের দুই দিন পর তার মেয়ের সঙ্গে কথা বলতে দেওয়া হয় হাসেমিকে।

রাশিয়ান সংবাদমাধ্যম আরটির খবরে দাবি করা হয়, ইরানি এই সাংবাদিককে রহস্যজনকভাবে আটক করা হয়েছে। তাকে আটকের পর তার পরনের হিজাব ও বোরকার খুলে নিয়ে টি-শার্ট পরতে বাধ্য করা হয়। সেইসঙ্গে হারাম খবার গ্রহণেও বলা হচ্ছে।

মার্জিয়া হাসেমি যুক্তরাষ্ট্রের মেলানিয়ে ফ্রাঙ্কলিনে জন্মগ্রহণ করেন। পরে ইসলাম ধর্মে ধর্মান্তরিত হয়ে তিনি তার নাম পরিবর্তন করেন।

মার্জিয়া হাসেমি এক দশকেরও বেশি সময় ধরে ইরানে বসবাস করে আসছেন বলে জানিয়েছে ইরানের অনেক গণমাধ্যম। যুক্তরাষ্ট্রে মুসলিম, আফ্রিকা ও আমেরিকান নারীদের বিরুদ্ধে বৈষম্য নিয়ে তিনি কিছু রিপোর্ট করেছিলেন।