• রোববার ১৯ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৪ ১৪৩১

  • || ১০ জ্বিলকদ ১৪৪৫

মানিকগঞ্জ আড়তে সবজির দরপতন

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ২৭ মার্চ ২০২২  

মানিকগঞ্জের বৃহৎ ভাটবাউর সবজির আড়তে গ্রীষ্মকালীন সবজির সরবরাহ বাড়ায় দাম কমে অর্ধেকে নেমে এসেছে। এতে উৎপাদন খরচ তুলতে হিমশিম খাচ্ছে কৃষক। ব্যাংকের শাখা না থাকায় লেনদেনে বেগ পেতে হচ্ছে বলে অভিযোগ আড়ত কমিটির।

ফজরের আজানের পর থেকেই পাইকার এবং কৃষকদের পদচারণায় জমজমাট মানিকগঞ্জের বৃহৎ ভাটবাউর সবজির আড়ত। গ্রীষ্মকালীন সবজির সরবরাহ বাড়ায় কেজিতে সবজির দাম কমেছে ১০-১২ টাকা।বাজারে পাওয়া যাচ্ছে ঢেঁড়স, টমেটো, শসা, বেগুন, পটোল, বরবটি, করলা, চিচিংগা, মিষ্টি লাউ, পুঁইশাক, মরিচ ও লেবুসহ নানা ধরনের সবজি। দাম কম হওয়ায় উৎপাদন খরচ নিয়ে বিপাকে পড়েছে কৃষক।

মানিকগঞ্জ সদরের বৃহৎ ভাটবাউর সবজির আড়তের আজকের পাইকারি সবজির দর প্রতিকেজি ঢেঁড়স ৫০-৫২ টাকা, টমেটো ১২-১৪ টাকা, বেগুন ৫-৮ টাকা, পটোল ৩৮-৪০ টাকা, বরবটি ২৮-৩০ টাকা, করলা ২০-২২ টাকা, চিচিংগা ২৩-২৪ টাকা, মিষ্টি লাউ ৬-৮ টাকা, পুঁইশাক প্রতি মুঠা ৭-৮ টাকা, মরিচ ৪৫-৫০ টাকা, লেবু প্রতি পিস ৩-৫ টাকা দরে বিক্রি হচ্ছে।

আড়তের কোষাধ্যক্ষ মো. লুৎফুর রহমান লিটন জানান, পানি নিষ্কাশন সুবিধা ও ব্যাংকের শাখা না থাকায় সবজি বেচাকেনায় বেগ পেতে হচ্ছে। তিনি আরও জানান, ঢাকা-আরিচা মহাসড়কে মানিকগঞ্জ সদরের এ আড়তে প্রতিদিন শতাধিক আড়তদার এবং সহস্রাধিক পাইকারদের মাধ্যমে ৭০ লাখ টাকার সবজি বেচাকেনা হয়।