• বৃহস্পতিবার ১৬ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ২ ১৪৩১

  • || ০৭ জ্বিলকদ ১৪৪৫

মানিকগঞ্জে বাস খাদে পড়ে কয়েকজন পোশাক শ্রমিক আহত

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ২৬ জুলাই ২০২২  

মানিকগঞ্জে বাস, মিনিবাস ও ট্রাকের মধ্যে ত্রিমুখী সংঘর্ষ হয়েছে; এ সময় বাস খাদে পড়ে কয়েকজন গার্মেন্টস কর্মী আহত হয়েছেন।

মঙ্গলবার সকাল পৌনে ৮টার দিকে শিবালয় উপজেলার গোলড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে গোলড়া হাইওয়ে থানার এসআই আলমগীর হোসেন জানান।

আহতরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন বলে পুলিশ জানালেও তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় নিশ্চিত করতে পারেনি।

বাসযাত্রী সাটুরিয়া উপজেলার ‘তারাসীমা’ গার্মেন্টসের কর্মী আনোয়ার হোসেন  বলেন, আহতদের মধ্যে টুম্পা আক্তার ও রুপা আক্তারের শারীরিক অবস্থা গুরুতর। টুম্পাকে ঢাকার একটি হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।


আর রুপাসহ আহত বাকিদের মানিকগঞ্জ জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান তিনি।

মানিকগঞ্জ সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জুলহাস মিয়া বলেন, “আহত ১৩ জন রোগী চিকিৎসা নিতে হাসপাতালে আসেন। তাদের মধ্যে ৬ জনকে হাসপাতালে ভর্তি রেখে বাকিদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দিয়েছি।”

এসআই বলেন, “বাস, মিনিবাস ও ট্রাকের মধ্যে ত্রিমুখী সংঘর্ষের পর বাসটি খাদে পড়ে গেলে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর চালকরা পালিয়ে গেছে।

“দুটো গাড়ি খাদ থেকে তোলা হয়েছে। আরেকটি গাড়ি তোলার কাজ করছে হাইওয়ে থানা পুলিশ।”

এ ঘটনায় কতজন আহত হয়েছেন জানতে চাইলে তিনি বলেন, ১৩/১৪ জন আহত হয়েছেন বলে তারা শুনেছেন।