• বৃহস্পতিবার ১৬ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ২ ১৪৩১

  • || ০৭ জ্বিলকদ ১৪৪৫

স্ত্রীসহ তিনজনকে কুপিয়ে জখম করলেন স্বামী

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ৮ আগস্ট ২০২২  

মানিকগঞ্জে পারিবারিক কলহের জের ধরে এক গৃহবধূ, তাঁর বোন ও বোনের ছেলেকে কুপিয়ে গুরুতর জখম করেছেন ওই গৃহবধূর স্বামী। গতকাল শনিবার দুপুর ১২টার দিকে মানিকগঞ্জ পৌরসভার বান্দুটিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

গুরুতর আহতরা হলেন গৃহবধূ নাছিমা, তাঁর ছোট বোন শাহনাজ এবং শাহনাজের ছেলে আশিক। এর মধ্যে নাছিমাকে ঢাকার পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়েছে।


তাঁর অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। অন্য দুজন মানিকগঞ্জ সদর হাসপাতালে ভর্তি রয়েছেন।
এদিকে ঘটনার সময় স্থানীয়রা হামলাকারী স্বামী হারুনকে ঠেকাতে গেলে ধস্তাধস্তিতে তিনিও আহত হয়েছেন। তাঁকেও পুলিশ পাহারায় মানিকগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।  

প্রত্যক্ষদর্শী এলাকাবাসী সূত্রে জানা গেছে, গতকাল দুপুর ১২টার দিকে হারুনের বাড়িতে নারীদের চিৎকার শুনতে পায় আশপাশের লোকজন। এক পর্যায়ে হারুনের স্ত্রী নাছিমা রক্তাক্ত অবস্থায় দৌড়ে বাড়ি থেকে বেরিয়ে আসেন। তাঁর পেছনে তখনো ধারালো অস্ত্র নিয়ে তাড়া করছিলেন হারুন। কিছুদূর যাওয়ার পর হারুনের আঘাতে নাছিমা রাস্তায় লুটিয়ে পড়েন।

এরপর হারুন আবার দৌড়ে তাঁর পাশের বাড়ি নাছিমার বোন শাহনাজের বাড়িতে অস্ত্র হাতে ঢুকে পড়েন। সেখানেও তিনি এলোপাতাড়ি আঘাত করেন শাহনাজ ও তাঁর ছেলে আশিককে। তখন আশাপাশের লোকজন হারুনকে বাধা দেয়। তখন ধস্তাধস্তিতে হারুনও আহত হন।

পরে এলাকাবাসী গুরুতর আহত নাছিমার পাশাপাশি শাহনাজ, আশিক ও হারুনকে মানিকগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যান। নাছিমার অবস্থার অবনতি হওয়ায় পরে তাঁকে ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠানো হয়।

পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন নাছিমার ছেলে রুবেল জানিয়েছেন, তাঁর মায়ের অবস্থা এখনো আশঙ্কাজনক। চিকিৎসকরা তাঁকে আগামী দুদিন পর্যবেক্ষণে রাখবেন।

মানিকগঞ্জ সদর থানার ওসি আব্দুর রউফ সরকার জানান, মানিকগঞ্জ হাসপাতালে অন্যদের পাশাপাশি হারুনের চিকিৎসা চলছে পুলিশ পাহারায়। তবে এ বিষয়ে কোনো মামলা হয়নি। মামলা হলে তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।