• মঙ্গলবার ২১ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৬ ১৪৩১

  • || ১২ জ্বিলকদ ১৪৪৫

মহাজোটের আসন বণ্টন নিয়ে যা বললেন: কাদের

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ২৫ নভেম্বর ২০১৮  

রোববার সকাল থেকে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের ২৩০ জনকে অনানুষ্ঠানিকভাবে মনোনয়নের চিঠি দেয়া হচ্ছে। তবে মহাজোটের শরিকদের জন্য ৬০-৭০টি আসন ছেড়ে দেয়া হয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

এদিন দুপুরে ধানমণ্ডির আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে ওবায়দুল কাদের বলেন, ‘মহাজোটের শরিক দল এবং আওয়ামী লীগ থেকে কারা মনোনয়ন পাচ্ছেন সেটি আগামীকাল সোমবার আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা করা হবে।’

তিনি বলেন, ‘আজ দলীয় প্রার্থীদের অনানুষ্ঠানিক চিঠি দেয়া হচ্ছে। আজ ২৩০ জনকে চিঠি দেয়া হবে। আগামীকাল শরিক দলসহ আনুষ্ঠানিক মনোনয়ন ঘোষণা হবে।’

তবে শরিক দলের কাদের মনোনয়ন দেয়া হয়েছে, সে বিষয়ে কোনো কথা বলতে চাননি ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘আনুষ্ঠানিকভাবে আগামীকাল বিকেল সাড়ে তিনটায় জোটগত প্রার্থী ঘোষণা করা হবে।’

শরিক দলকে কত আসন ছাড়ছেন এমন প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, ‘এটি ৬০ হতে পারে, ৬৫ হতে পারে আবার ৭০ আসনও হতে পারে।’

ঠিক কতটি আসন শরিকদের দেওয়া হয়েছে, তা জানতে চাইলে সাংবাদিকদের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘আমি জানি কতটি আসন, কিন্তু বলব না। কাল আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে। তবে, জোটের আসন ৭০টির বেশি হবে না।’

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘আমরা তালিকা চূড়ান্ত করেছি। কিন্তু কিছু আসন তো ছেড়ে দিতেই হবে। সব তো আর আমরা নিতে পারব না।’

তবে আজ আমরা অফিসিয়ালি ঘোষণা করছি না। আগামীকাল একসঙ্গে ঘোষণা করব। জোটের কাছে আমাদের অঙ্গীকার, আমরা একসঙ্গে ঘোষণা করব।

আজকে যাদের চিঠি দেয়া হচ্ছে, সেসব আসনে শরিক দলের কাউকে দেয়া হবে কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘প্রয়োজনে দিতেও হতে পারে। সময় ও পরিস্থিতি যদি ডিমান্ড করে তা হলে বিবেচনা করব।’

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদ মাহবুবউল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী, মহিবুল হাসান চৌধুরী নওফেল, উপদফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া।