• মঙ্গলবার ২১ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৬ ১৪৩১

  • || ১২ জ্বিলকদ ১৪৪৫

সৈয়দ আশরাফের আসনে বিকল্প প্রার্থী হুমায়ুন

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ২৫ নভেম্বর ২০১৮  

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-১ (সদর-হোসেনপুর) আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন দলটির সভাপতিমণ্ডলীর সদস্য ও জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম। সিঙ্গাপুরে চিকিৎসাধীন সৈয়দ আশরাফের পাশাপাশি বিকল্প প্রার্থী হিসেবে কৃষিবিদ মশিউর রহমান হুমায়ুনকেও মনোনয়নের চিঠি দেয়া হয়েছে।

রবিবার (২৫ নভেম্বর) সকালে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে এ মনোনয়নের চিঠি দেয়া হয়।

কিশোরগঞ্জ-১ আসনে দুজনকে চিঠি দেয়ার বিষয়ে আওয়ামী লীগ নেতারা জানান, সৈয়দ আশরাফ যদি নির্বাচন করতে না পারেন, তাহলে হুমায়ুন লড়বেন নৌকা প্রতীক নিয়ে।

এ ব্যাপারে মশিউর রহমান হুমায়ুন বলেন, ‘আমাদের সবার আবেগের জায়গা সৈয়দ আশরাফুল ইসলাম। তিনি যদি নির্বাচন করতে পারেন, তাহলে আমরা সবাই তার হয়ে নির্বাচন করব। আর যদি কোনো কারণে তিনি করতে না পারেন, তাহলে আমিই প্রতিদ্বন্দ্বিতা করব।’

তিনি আরো বলেন, ‘দীর্ঘ রাজনৈতিক ধারাবাহিকতায় এটাকে একটি প্রাপ্তি হিসেবেই মনে করছি। মহান আল্লাহর কাছে অশেষ শুকরিয়া জানাই। সেই সঙ্গে মাননীয় প্রধানমন্ত্রীকেও জানাই কৃতজ্ঞতা। সবার কাছে দোয়া চাই। এলাকাবাসীর কাছে অঙ্গীকার করছি, আমাকে আপনারা সব সময় কাছে পাবেন। আপনাদের প্রত্যাশা পূরণে সর্বাত্মক চেষ্টা করব।’

উল্লেখ্য, জাতীয় চার নেতার একজন সৈয়দ নজরুল ইসলামের ছেলে সৈয়দ আশরাফ ১৯৯৬ সাল থেকেই কিশোরগঞ্জ সদর আসন থেকে নৌকা প্রতীক নিয়ে লড়ে আসছিলেন। সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে বলিষ্ঠ ভূমিকা পালনের পর তিনি দলের সাধারণ সম্পাদক হন। তবে ২০১৬ সালে দলের সম্মেলনে এই পদ ছেড়ে দেন তিনি।

মশিউর রহমান হুমায়ুন শেখ হাসিনার খুবই ঘনিষ্ঠ। ২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেড হামলার সময় তিনি আহত হন।