• রোববার ১৯ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৫ ১৪৩১

  • || ১০ জ্বিলকদ ১৪৪৫

মনোনয়নপত্র বাতিল হলো যাদের

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ২ ডিসেম্বর ২০১৮  

আপিল বিভাগের আদেশের পরই ফেনী-১ আসন থেকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মনোনয়নপত্র বাতিল করা হয়। দুর্নীতির মামলায় দণ্ডপ্রাপ্ত হওয়ায় এই সিদ্ধান্ত বলে জানিয়েছেন ফেনীর রিটার্নিং কর্মকর্তা। একই কারণে ঢাকা-২ আসনে বিএনপির ভাইস চেয়ারম্যান আমানউল্লাহ আমান ও চট্টগ্রাম-৫ আসনে মীর নাছিরের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

এছাড়া বিভিন্ন কারণে সারাদেশে বেশ কয়েকজন প্রার্থীর মনোনয়নও বাতিল করা হয়েছে। একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সারা দেশে চলছে নানা রাজনৈতিক দল ও স্বতন্ত্র ৩ হাজার ৬৫ জনের মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রম।

রোববার (২ ডিসেম্বর) সকাল থেকে সারাদেশের রির্টানিং কর্মকর্তার কার্যালয়ে শুরু হয় একাদশ সংসদ নির্বাচনের প্রার্থিতা যাচাই বাছাইয়ের ব্যস্ততা।

বেগম খালেদা জিয়ার প্রার্থিতাকে ঘিরে দীর্ঘ বির্তকের পর ফেনী-১ আসনে তার প্রার্থিতা বাতিল হয়। দণ্ডপ্রাপ্ত হওয়ায় তার মনোনয়ন বাতিল হয়েছে বলে জানিয়েছেন রির্টানিং কর্মকর্তা। একই কারণে বিএনপির ভাইস চেয়ারম্যান আমানউল্লাহ আমানের প্রার্থিতাও বাতিল হয়েছে।

যাচাই-বাছাইয়ের এ প্রক্রিয়ায় অনেক প্রার্থীই উপস্থিত ছিলেন রির্টানিং কর্মকর্তার কার্যালয়ে। নির্বাচনী মাঠে প্রতিদ্বন্দ্বী দুই জোটের হেভিওয়েট প্রার্থীরাও হয়েছেন মুখোমুখি। জানিয়েছেন রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী হলেও ব্যক্তিগত পর্যায়ে সম্পর্কের ঘাটতি হয়নি মোটেও।

বিদ্যুৎ,খনিজ,জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু বলেন, ‘আমরা আশা করছি, ভালো নির্বাচন হবে। জনপ্রতিনিধি নির্বাচনের ক্ষেত্রে জনগণ ভুল করবেন না। জনগণ নৌকা মার্কাকে বিপুল ভোটে জয়লাভ করাবে।’