• সোমবার ২০ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৬ ১৪৩১

  • || ১১ জ্বিলকদ ১৪৪৫

সিটি নির্বাচনে গণতন্ত্রের বিজয় হয়েছে: নাসিম

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ২ ফেব্রুয়ারি ২০২০  

ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনে গণতন্ত্রের বিজয় হয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম। 

রোববার ধানমন্ডি মোহাম্মদ নাসিমের বাসভবনে সিটি কর্পোরেশন নির্বাচনের ফলাফলের বিষয়ে সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি।

মোহাম্মদ নাসিম বলেন, কয়েকদিন ছুটি থাকায় ও যানবাহন না থাকায় কাঙ্ক্ষিত ভোটার ছিলো না। এছাড়া স্থানীয় সরকার নির্বাচনের কারণেও ভোটার কম ছিলো। তবে একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এর মাধ্যমে দু’জন যোগ্য ব্যক্তিকে মেয়র নির্বাচিত করেছেন জনগণ। আশা করি, দুইজন মেয়র তাদের প্রতিশ্রুতি রক্ষা করবেন।

এ সময় তিনি শেষ পর্যন্ত নির্বাচনের মাঠে থাকার জন্য বিএনপির দুই মেয়রপ্রার্থীকে ধন্যবাদ জানান।

১৪ দলের এ মুখপাত্র বলেন, বিএনপির বড় বড় নেতারা মাঠে না থেকে তারা কোথায় ছিলো নির্বাচনের দিন। এটাই তাদের আসল চরিত্র। ঘোষণা দিয়ে মাঠে না থাকা।

জনগণ হরতাল প্রত্যাখ্যান করেছে উল্লেখ করে তিনি আরো বলেন, হরতাল অনাকাঙ্ক্ষিত, জনগণ তা প্রত্যাখ্যান করেছে। পরাজিত শক্তি জনগণকে কষ্ট দেয়ার জন্য হরতাল দিয়েছে। অপ্রয়োজনীয় হরতাল দেয়ার কোনো মানে হয় না।

সংবাদ সম্মেলনে ১৪ দলের কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।