• বৃহস্পতিবার ১৬ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ২ ১৪৩১

  • || ০৭ জ্বিলকদ ১৪৪৫

‘বল এখন প্রধানমন্ত্রীর কোর্টে’

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ৭ নভেম্বর ২০১৮  

আসন্ন একাদশ সংসদ নির্বাচন নিয়ে চলমান সংলাপের ধারাবাহিকতায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সংলাপ করেছে বাম গণতান্ত্রিক জোট। প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সংলাপ শুরু হয়ে শেষ হয় রাত সাড়ে ১০টায়।

সংলাপ শেষে সিপিবি সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম সাংবাদিকদের বলেন, আমরা আমাদের দাবি প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরেছি। আমরা নির্বাচনে অংশ গ্রহণের জন্য প্রস্তুত। তবে পরিস্থিতি অনুকূলে না থাকলে নির্বাচন বয়কট করবো।

তিনি বলেন, প্রধানমন্ত্রী আমাদের কথা শুনেছেন। এখন তিনি কী সিদ্ধান্ত দেন সেটা দেখার বিষয়। বল এখন প্রধানমন্ত্রীর কোর্টে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সূচনা বক্তব্যের মাধ্যমে শুরু হওয়া এ সংলাপে অংশ নেন তার নেতৃত্বে ১৪ দলীয় জোটের নেতারা। আর সিপিবি-বাসদ নেতৃত্বে অংশ নেন বাম জোটের ১৬ নেতা।

সংলাপে অংশ নেওয়া বাম জোটের নেতাদের মধ্যে ছিলেন- সিপিবি সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম, সাধারণ সম্পাদক মো. শাহ আলম, বাসদের সাধারণ সম্পাদক খালেকুজ্জামান, কেন্দ্রীয় কমিটির সদস্য বজলুর রশীদ ফিরোজ, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সাধারণ সম্পাদক মোশরেফা মিশু প্রমুখ।

এর আগে দুপুরে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার নেতৃত্বাধীন ক্ষমতাসীন ১৪ দলের ২৩ সদস্যের প্রতিনিধি দলের সঙ্গে সংলাপ করেন ১৬টি ইসলামী দলের ৫২ জন নেতা।

ইসলামী ঐক্যজোটের একাংশ, বাংলাদেশ মুসলিম লীগ, বাংলাদেশ জালালী পার্টি, আশিক্কীনে আউলিয়া ঐক্য পরিষদ বাংলাদেশ, জাকের পার্টি, বাংলাদেশ জাতীয় ইসলামী জোট (বিএনআইএ), বাংলাদেশ সম্মিলিত ইসলামী জোট এবং ইসলামিক ডেমক্রেটিক এ্যালায়েন্সের (আইডিএ) ব্যানারে সংলাপে যোগ দেন তারা।

আগামী নির্বাচন সংক্রান্ত নানা বিষয়ে মতবিরোধের মধ্যেই গণফোরাম সভাপতি ড. কামাল হোসেনের উদ্যোগে বিএনপিসহ বিভিন্ন দলকে নিয়ে গঠিত জাতীয় ঐক্যফ্রন্টের ডাকে সাড়া দিয়ে গত ১ নভেম্বর প্রথমেই তাদের সংলাপে ডাকেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর অন্য দলগুলোর সঙ্গেও সংলাপে বসেন প্রধানমন্ত্রী।