• শুক্রবার ১৭ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ২ ১৪৩১

  • || ০৮ জ্বিলকদ ১৪৪৫

প্রত্যাশা পূরণ চান কাদের জনগণের

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ৭ নভেম্বর ২০১৮  

আজ বুধবার সকাল সাড়ে ১০টার কিছু আগে গণভবনে প্রবেশের সময় সাংবাদিকদের ওবায়দুল কাদের বলেন, ঐক্যফ্রন্টের সঙ্গে সংলাপে সাধারণ মানুষের প্রত্যাশা পূরণ হোক, এটিই চাই।

সকাল ১১টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ঐক্যফ্রন্টের দ্বিতীয় দফা সংলাপ শুরুর আগে একে একে গণভবনে ঢোকেন ঐক্যফ্রন্ট ও ক্ষমতাসীন দলের নেতারা।

গণভবনে ঢোকার আগে আওয়ামী লীগ নেতা তোফায়েল আহমেদ বলেন, সংলাপে সংবিধানের বাইরের কোনো দাবি মানা হবে না।

ঐক্যফ্রন্ট নেতা মাহমুদুল হক মান্না বলেন, ‘প্রথম পর্যায়ে যা করতে পারেনি দ্বিতীয় পর্যায়ে সেটি করার প্রত্যাশা থাকবে। সংলাপ শেষে জানতে পারবেন।’

বিএনপি নেতা খন্দকার মোশাররফ হোসেন বলেন, সংলাপে যেন সমস্যার সমাধান হয় আমরা সে প্রত্যাশা নিয়ে যাচ্ছি।