• রোববার ১৯ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৫ ১৪৩১

  • || ১০ জ্বিলকদ ১৪৪৫

আরবি মাখরাজ শেখার সহজ উপায়

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ২৬ মার্চ ২০২০  

আমরা সবাই জানি আরবি হরফ ২৯টি। এরমধ্যে মাখরাজ ১৭টি। সঠিক উচ্চারণে কোরআন পড়া বা শেখার জন্য আরবি হরফকে মাখরাজসহ পড়তে হয়।

কোনো আরবি হরফ মাখরাজ ছাড়া পাঠ করা হলে সেই হরফের অর্থ বদলে যায়। এতে সোয়াবের বদলে আমলনামায় গুনাহ লিপিবদ্ধ করা হয়। 

চলুন তবে জেনে নেয়া যাক কীভাবে সহিহ-শুদ্ধভাবে মাখরাজসহ হরফ উচ্চারণ করা যায়-

হরফ উচ্চারণের স্থান ৩ টি। যথা-
১. ঠোঁট
২.মুখের ভিতর
৩.কণ্ঠ নালী (হলক)

চলুন তবে জেনে নেয়া যাক মাখরাজ উচ্চারণের কৌশল সম্পর্কে- 
১. হলকের শুরু হতে -হামযা, হা ء - ٥
২. হলকের মধ্যখান হতে- আইন, হা ع- ح
৩. হলকের শেষভাগ হতে-গঈন, খ غ-خ
৪. জিহ্বার গোড়া তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগিয়ে-ক্বাফ-ق
৫. জিহ্বার গোড়া হতে একটু আগে বাড়িয়ে তার বরাবর ওপরের তালুর সঙ্গে লাগিয়ে-কাফ -ك
৬. জিহ্বার মধ্যখান তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগিয়ে-ইয়া, শিন, জিমঃ ي-ش-ج
৭. জিহ্বার গোড়ার কিনারা সামনের উপরের একপাশের দাঁতের গোড়ার সঙ্গে লাগিয়ে-দোয়াদঃ ض
৮. জিহ্বার আগার কিনারা সামনের উপরের একপাশের দাঁতের গোড়ার সঙ্গে লাগিয়ে -লামঃ ل
৯. জিহ্বার আগা তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগিয়ে -নূনঃ ن
১০. জিহ্বার আগার পিঠ তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগিয়ে -রাঃ ر
১১. জিহ্বার আগা সামনের উপরের দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগিয়ে- তা, দাল, তোয়াঃ ت-د-ط
১২. জিহ্বার আগা সামনের নিচের দুই দাঁতের আগার সঙ্গে লাগিয়ে- যা, ছিন, সোয়াদঃ ز-س-ص
১৩. জিহ্বার আগা সামনের উপরের দু্ই দাঁতের আগার সঙ্গে লাগিয়ে- ছা, যাল, যোয়াঃ ث-ذ-ظ
১৪. নিচের ঠোঁটের পেট সামনের উপরের দুই দাঁতের আগার সঙ্গে লাগিয়ে-ফাঃ ف
১৫. দুই ঠোঁট হতে-মীম, বা, ওয়াও:( م-ب-
১৬. মুখের খালি জায়গা হতে মদ্দের হরফ উচ্চারিত হয়। মাদ্দের হরফ তিনটি। ওয়াও, আলিফ ও ইয়া। যবরের বাম পাশে খালি আলিফ, পেশের বাম পাশে জযমওয়ালা ওয়াও এবং জেরের বাম পাশে জযমওয়ালা ইয়া। মাদ্দের হরফ এক আলিফ টেনে পড়তে হয়। যেমন- با-بُؤْ-بِئ
(অবশ্য তিন আলিফ ও চার আলিফ মাদ্দ ও আছে। তবে সেগুলোর নিয়ম ভিন্ন যা আমরা মাদ্দের আলোচনায় পরে দেখব। ইনশাআল্লাহ!)
১৭. নাকের বাঁশী হতে গুন্নাহ উচ্চারিত হয়। -আন্না, ইন্না, আম্মা ইত্যাদি। اِنَّ-اَنَّ-اَمَّ