• রোববার ১৯ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৪ ১৪৩১

  • || ১০ জ্বিলকদ ১৪৪৫

নতুন ব্ল্যাক হোল নিয়ে ঝড় উঠেছে বিজ্ঞানী মহলে

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ৫ ডিসেম্বর ২০১৯  

কৃষ্ণগহ্বর বা ব্ল্যাক হোল নামটার সঙ্গে কম-বেশি আমরা পরিচিত। বিজ্ঞানীরা বিষয়টি নিয়ে বহু বছর ধরে গবেষণা করে আসছেন। সে অনুযায়ী খুব বেশি সাফল্য আসেনি। তবে সম্প্রতি নাক্ষত্রিক-ভরের বিশাল কৃষ্ণগহ্বর খুঁজে পেয়েছেন গবেষকরা। এটির ভর সূর্যের ৭০ গুণ হওয়ায় আলোচনার ঝড় উঠেছে বিজ্ঞানী মহলে।

‘এলবি-১’ নামের এই কৃষ্ণগহ্বর সংশ্লিষ্ট সব তাত্ত্বিক ধারণার দিকেই চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে। এটি পৃথিবী থেকে ১৫ হাজার আলোকবর্ষ দূরে অবস্থিত। নাসা বলছে, নাক্ষত্রিক-ভর কৃষ্ণগহ্বর হিসেবে এলবি-১ ‌‘অভিনব’। তবে, কৃষ্ণগহ্বর এর চেয়েও বড় হতে পারে তবে সেগুলোর গঠন প্রণালী ভিন্ন হয়। সূর্যের চেয়ে লাখো বা কোটি গুণও বড় হয় সেগুলো।

কৃষ্ণগহ্বরটির আবিষ্কারক দলের নেতৃত্বে ছিলেন ন্যাশনাল অ্যাস্ট্রোনোমিকাল অবজারভেটরি অব চায়না’র অধ্যাপক লিউ জিফেং। তার কথায়, এমন ভরসম্পন্ন কোনো কৃষ্ণগহ্বর আমাদের ছায়াপথে নেই, বর্তমানের কৃষ্ণগহ্বর তত্ত্ব এটিই বলছে। এতদিন গবেষকদের ধারণা ছিলো, কৃষ্ণগহ্বরে পরিণত হওয়ার আগে জীবনের শেষ ধাপে আমাদের ছায়াপথের নক্ষত্রগুলোর অধিকাংশ ভরই শেষ হয়ে যায়। কিন্তু সে তত্ত্ব মানলে, এলবি-১ কৃষ্ণগহ্বরটির তৈরিই হওয়ার কথা নয়।

এই আবিষ্কারটি নাক্ষত্রিক-ভরসম্পন্ন কৃষ্ণগহ্বরের গঠন মডেলগুলোকে আবারো পর্যালোচনা করতে বাধ্য করছে, এমনটাই বলছেন বিজ্ঞানীরা। তবে এটি নিয়ে সহসাই গবেষণা শেষ হচ্ছে না।