• সোমবার ২০ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৫ ১৪৩১

  • || ১১ জ্বিলকদ ১৪৪৫

সেবার শর্তাবলী পরিবর্তন করছে গুগল

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ২৫ ফেব্রুয়ারি ২০২০  

সার্চ ইঞ্জিন জায়ান্ট গুগল সেবার শর্তাবলীতে পরিবর্তন আনছে। এ আপডেটের কারণে পাঠযোগ্যতার উন্নয়ন ও যোগাযোগ আরো ভালো হবে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

বিষয়টি সম্পর্কে এরইমধ্যে ব্যবহারকারীদের অবহিত করেছে গুগল। চলতি বছর ৩১ মার্চ থেকে কার্যকর হবে এই শর্ত। শুধু সার্চ ইঞ্জিন নয়, গুগল ক্রোম, গুগল ক্রোম ওএস এবং গুগল ড্রাইভ আসবে শর্তের আওতায়।

গুগল জানিয়েছে, টার্মস অফ সার্ভিস বা টিওএস আপডেট করছি আমরা। পাশাপাশি মাইক্রোসফটের নতুন এজ ব্রাউজার ব্যবহারকারীদেরকে ক্রোম ওয়েব স্টোরে প্রবেশের সময় সতর্ক থাকার পরামর্শ দিচ্ছি। তবে গোপনতা নীতিমালায় কোনো পরিবর্তন আসবে না। 

ক্রোম ওয়েব স্টোরে মাইক্রোসফট এজ ব্রাউজারে ক্রোম এক্সটেনশন ইনস্টল করার সময় তা শনাক্ত করতে পারবে। এর থেকে এমনটাই ধারণা পাওয়া যায় যে, এক্সটেনশনগুলো নিরাপদে ব্যবহার করতে এজ ব্রাউজারের বদলে ক্রোম ব্যবহারের পরামর্শ দিচ্ছে গুগল। ক্রোমিয়ামভিত্তিক ব্রাউজারগুলোতে এ সতর্কবার্তা দেখানো হচ্ছে না।