• সোমবার ২০ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৫ ১৪৩১

  • || ১১ জ্বিলকদ ১৪৪৫

করোনা মোকাবিলায় এক লাখ কর্মী নিয়োগ করছে অ্যামাজন

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ১৭ মার্চ ২০২০  

চীনের উহান থেকে ছড়িয়ে পড়া মহামারি করোনাভাইরাস মোকাবিলায় জনসমাগম এড়ানোর পরামর্শ দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থাসহ নানা সংস্থা ও বিশেষজ্ঞরা। সেই পরামর্শের আলোকে এক লাখ নতুন কর্মী নিয়োগ দিতে যাচ্ছে বিশ্বের সবচেয়ে বড় ই-কমার্সভিত্তিক প্ল্যাটফর্ম আমাজন।

সোমবার কর্মী নিয়োগের বিবৃতি দিয়েছে প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ। এছাড়া অঞ্চলভেদে কর্মীদের বেতন বাড়ানোর ঘোষণার বিবৃতিও দেয়া হয়েছে।

বিবৃতিতে জানানো হয়, শুধু যুক্তরাষ্ট্রতে করোনা মোকাবিলায় নতুন এক লাখ কর্মী নিয়োগ দেয়া হবে। এ মুহূর্তে জনসমাগমপূর্ণ বাজারে যাওয়া ঝুঁকিপূর্ণ। তাই অভ্যন্তরীণ পর্যায়ে পণ্য সরবরাহের ক্ষেত্রে অনেক মানুষ অ্যামাজনের ওপর নির্ভরশীল হচ্ছেন। তাই পরিস্থিতি বিবেচনা করে নতুন কর্মী নিয়োগ ও পুরনো কর্মীদের বেতন বাড়ানো হবে।

বিবৃতিতে আরো জানানো হয়, মার্কিন যুক্তরাষ্ট্রে ঘণ্টায় দুই ডলার, যুক্তরাজ্যে ঘণ্টায় দুই ইউরো ও ইউরোপীয় ইউনিয়নের দেশে ঘণ্টাপ্রতি দুই ডলার বেতন বাড়ানো হবে। এছাড়া বিশ্বব্যাপী ৩৫০ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করবে অ্যামাজন।

করোনাভাইরাসের আক্রমণে সাত হাজারের বেশি মানুষ মৃত্যুকে আলিঙ্গন করেছেন। মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে আছেন প্রায় দুই লাখের কাছাকাছি মানুষ। এর মধ্যে ইতালিতে ২৪ ঘণ্টায় ৩৪৯ জনের মৃত্যু হয়েছে।