• শুক্রবার ১৭ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ২ ১৪৩১

  • || ০৮ জ্বিলকদ ১৪৪৫

নতুন প্রজন্মকে আধুনিক বিশ্বের উপযোগী করে গড়ে তুলতে হবে :মোস্তাফা

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ৭ নভেম্বর ২০১৮  

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন, ‘শিশুরাই আমাদের আগামী দিনের ভবিষত্। নতুন প্রজন্মের শিশুদের আধুনিক বিশ্বের উপযোগী করে সুযোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে না পারলে জাতি হিসেবে আমরা পিছিয়ে পড়বো।’

মন্ত্রী সম্প্রতি বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের সভাকক্ষে ডিজিটাল পদ্ধতির মাধ্যমে দেশের শিক্ষার্থীর মেধা ও মনোন্নয়নের যথাযথ বিকাশ ঘটাতে আইসিটি বিভাগের উদ্যোগে ‘মোবাইল গেইম অ্যান্ড অ্যাপ্লিকেশন এর দক্ষতা উন্নয়ন প্রকল্প’ এর আওতায় ৮টি জনবান্ধব ডিজিটাল উদ্যোগ বাস্তবায়নের জন্য ৮টি সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের সাথে সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব জুয়েনা আজিজ, এটুআই এর প্রকল্প পরিচালক মোস্তাফিজুর রহমান,দ্য সাইলেন্স এর চেয়ারপার্সন তাসমিমা হোসেন, মোবাইল গেইম অ্যান্ড অ্যাপ্লিকেশন এর দক্ষতা উন্নয়ন প্রকল্পের প্রকল্প পরিচালক মো. আবদুল হাই। অনুষ্ঠানে মোস্তাফা জব্বার বলেন, ‘আমাদের নতুন প্রজন্ম যে কোনো বিষয়ে দ্রুত আয়ত্ব করতে পারে। তাদের মেধাকে সঠিকভাবে কাজে লাগাতে হবে।’

তিনি  আরো বলেন, ‘আগামী প্রজন্মকে আধুনিক প্রযুক্তি তথা রোবটিকস, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ৫জি এর মতো আধুনিক প্রযুক্তির সাথে সামঞ্জস্যপূর্ণ করে গড়ে তুলতে সমন্বিতভাবে কাজ করতে হবে।’

উল্লেখ্য, সমঝোতা স্মারকে স্বাক্ষরকারী প্রতিষ্ঠানসমূহ হচ্ছে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড, ঢাকা সরকারি টিচার্স ট্রেনিং কলেজ, ফেনী সরকারি টিচার্স ট্রেনিং কলেজ, ময়মনসিংহ সরকারি টিচার্স ট্রেনিং কলেজ, ফরিদপুর সরকারি টিচার্স ট্রেনিং কলেজ, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ শিল্প কারিগরি সহায়তা কেন্দ্র (বিটাক), বেসরকারি প্রতিষ্ঠান ব্রেকিং দ্য সাইলেন্স। পরে আইসিটি বিভাগের পক্ষে মোবাইল অ্যাপস অ্যান্ড অ্যাপ্লিকেশন এর প্রকল্প পরিচালক মো. আবদুল হাই ও স্ব স্ব প্রতিষ্ঠানের প্রধানগণ সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।