• সোমবার ২০ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৬ ১৪৩১

  • || ১১ জ্বিলকদ ১৪৪৫

স্পালের কাছে হারল জুভেন্টাস

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ১৪ এপ্রিল ২০১৯  

ইতালিয়ান সেরি আর শিরোপা জিততে স্পালের বিপক্ষে অন্তত ড্র করলেই হতো জুভেন্টাসের। তবে তা আর হয়ে ওঠেনি। অঘটন ঘটিয়ে ম্যাচ জিতে নিয়ে জুভেন্টাসের শিরোপা উৎসবে বাধ সেধেছে দুর্বল স্পাল।

শনিবার রাতে অ্যাওয়ে ম্যাচে স্তাদিও পাওলো মাজ্জায় স্পালের কাছে অপ্রত্যাশিতভাবে ২-১ গোলে হেরে গেছে পয়েন্ট তালিকার শীর্ষে থাকা জুভেন্টাস। প্রথমার্ধে এগিয়ে গেলেও দ্বিতীয়ার্ধে দুই গোল হজম করে হার নিয়ে মাঠ ছাড়ে টানা সাতবারের চ্যাম্পিয়ন দলটি।

প্রতিপক্ষ পুঁচকে হওয়ায় দলের প্রধান তারকা ক্রিস্তিয়ানো রোনালদোসহ অধিকাংশ তারকাকে ছাড়াই মাঠে নামে জুভেন্টাস। পর্তুগিজ ফরোয়ার্ডকে না খেলানোর মূল যুক্তিটা অবশ্য ভিন্ন। আগামী মঙ্গলবার রাতে (১৭ এপ্রিল) চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে আয়াক্স আমস্টারডামের বিপক্ষে মাঠে নামবে তুরিনের ওল্ড লেডিরা। এ কারণেই দলের প্রধান তারকাকে স্পালের বিপক্ষে খেলায়নি জুভেন্টাস।

প্রতিপক্ষের মাঠে ম্যাচের ৩০তম মিনিটে এগিয়ে যায় জুভেন্টাস। গোলটি আসে মইসে কিনের পা থেকে। হোয়াও ক্যানসেলোর পাসে ডি-বক্সের ভেতর থেকে পা ছুঁইয়ে গোল করেন তিনি।

সেরি আতে এই নিয়ে টানা চার ম্যাচে গোল করলেন কিন। চলতি লিগে ১৯ বছর বয়সী এই তরুণ স্ট্রাইকারের গোল সংখ্যা বেড়ে দাঁড়াল ৬টিতে।

দ্বিতীয়ার্ধে মাঠে নেমে জুভেন্টাসকে চেপে ধরে স্পাল। ৪৯তম মিনিটে কেভিন বোনিফাজির গোলে সমতায় ফেরে দলটি। কর্নার কিক থেকে পাওয়া বল হেডের মাধ্যমে জালে জড়ান তিনি। এরপর ৭৪তম মিনিটে জুভদের স্তব্ধ করে দিয়ে এগিয়ে যায় স্পাল। গোলরক্ষক মাত্তিয়া পেরিনকে বোকা বানিয়ে লক্ষ্যভেদ করেন সার্জিও ফ্লোক্কারি।

লিগে ৩২ ম্যাচে জুভেন্টাসের অর্জন ৮৪ পয়েন্ট। এক ম্যাচ কম খেলে দ্বিতীয় স্থানে থাকা নাপোলির সংগ্রহ ৬৪ পয়েন্ট। পয়েন্ট ব্যবধানে নাপোলি অনেকটাই পিছিয়ে থাকায় জুভেন্টাসের শিরোপা জয় এখন সময়ের ব্যাপার মাত্র।