• শনিবার ১৮ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৪ ১৪৩১

  • || ০৯ জ্বিলকদ ১৪৪৫

নিউজিল্যান্ডে ফের টাইগার যুবাদের সহজ জয়

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ৩ অক্টোবর ২০১৯  

নিউজিল্যান্ডে আরেকটি সহজ জয় পেয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল। বৃষ্টির কারণে আগের দিন ম্যাচটি মাঠে না গড়ালেও রিজার্ভ ডে থাকায় বৃহস্পতিবার খেলাটি মাঠে গড়ায়। ২৪৩ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ২১ বল হাতে থাকতেই ৬ উইকেটে ম্যাচটি জিতে নেয় টাইগার যুবারা।

পাঁচ ম্যাচের সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে যায় বাংলাদেশ। প্রথম এক দিনের ম্যাচেও বাংলাদেশ অনুর্ধ-১৯ দল জিতেছিল ৬ উইকেটে।

টস জিতে ব্যাট করতে নেমে শুরুটা ভালো করে নিউজিল্যান্ড। ওলি হোয়াইটের সঙ্গে ৫৫ রানের উদ্বোধনী জুটি গড়েন জোহরাব। দ্রুত রান তোলার চেষ্টায় থাকা হোয়াইটকে ফিরিয়ে শুরুর জুটি ভাঙেন মৃত্যুঞ্জয় চৌধুরী।

১৪২ বলে ৮ চারে ১১২ রান করে ফিরেন জোহরাব। আরেক ওপেনার হোয়াইট করেন ৩০ রান। বাকি আর কেউ যেতে পারেননি ৩০ পর্যন্ত। শুরুর জুটির পর আর কোনো জুটি স্পর্শ করতে পারেনি পঞ্চাশ। শেষ পর্যন্ত নির্ধারিত ৫০ ওভারে স্বাগতিকরা ৮ উইকেট হারিয়ে করেন ২৪২ রান।

২৪৩ রানের জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই ফিরেন পারভেজ হোসেন। পেসার ডি হ্যানককের অফ স্টাম্পের বাইরের শর্ট বল টেনে মারতে গিয়ে ক্যাচ দিয়ে ফিরেন বাঁহাতি এই ওপেনার।

শুরু থেকেই বোলারদের ওপর চড়াও হন তানজিদ। একটু সময় নেন মাহমুদুল। দুই জনের জুটিতে এগিয়ে যায় বাংলাদেশ। ৪৭ বলে পঞ্চাশ স্পর্শ করেন তানজিদ।

আদিত্য অশোকের ঝুলিয়ে দেয়া বলে ফিরতি ক্যাচ দিয়ে ৬৫ রান করে ফিরে যান প্যাভিলিয়নে। ভাঙে ৯৬ রানের জুটি। ৬৩ বলে ৫ চার ও দুই ছক্কায় ৬৫ রান করেন তানজিদ।

তৌহিদ হৃদয়ের সঙ্গে আরেকটি ভালো জুটি উপহার দেন মাহমুদুল। দুই জনের এই জুটিতে আসে ৭৭ রান। তৌহিদ হৃদয় ৫৫ বলে ৪৫ রান করে আউট হয়ে যান। মাহমুদুল আবারো জুটি বাধেন শামিমের সঙ্গে।

দলকে জয়ের দুয়ারে নিয়ে ফিরেন মাহমুদুল। ম্যাকেঞ্জির সাদামাটা এক ডেলিভারি ক্রস ব্যাটে খেলে ক্যাচ উঠিয়ে ফিরে যান প্যাভিলিয়নে। ১২৫ বল খেলে করেন ৯৯ রান। ইনিংসে ১০ টি চার মারেন তিনি। ম্যাচ জিতলেও মাহমুদুলের আক্ষেপ থাকে ১ রানের।

শেষ পর্যন্ত শাহাদাত হোসাইনের সাথে জুটি বেধে দলকে জয়ের লক্ষ্যে নিয়ে যান শামিম হোসাইন।

সংক্ষিপ্ত স্কোর: 
নিউজিল্যান্ড অনূর্ধ্ব-১৯ দল:
 ৫০ ওভারে ২৪২/৬ (হোয়াইট ৩০, জোহরাব ১১২, আনসেল ২০, ক্লার্ক ১৩, ম্যাকেঞ্জি ১৫, ভিশভাকা ১০, সানডে ২৯* প্রিঙ্গল ৫*; তানজিম ৯-০-৪৪-১, শরিফুল ১০-০-৬০-১, শামিম ১০-০-৩৫-১, মৃত্যুঞ্জয় ৭-০-৪১-২, রকিবুল ১০-০-৪০-১, হৃদয় ৪-০-১৯-০)

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল: ৪৬.৩ ওভারে ২৪৩/৪ (তানজিদ ৬৫, পারভেজ ৬, মাহমুদুল ৯৯, হৃদয় ৪০, শামিম ১৫*, শাহাদাত ৪*; ম্যাকেঞ্জি ৭-০-৩৯-২, হ্যানকক ৮.৩-০-৪১-১, অশোক ১০-০-৫২-১)

ফল: বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ৬ উইকেটে জয়ী।