• রোববার ১৯ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৪ ১৪৩১

  • || ১০ জ্বিলকদ ১৪৪৫

ভুটানকে হারিয়ে ফুরফুরে মেজাজে বাংলাদেশ ফুটবল দল

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ৫ অক্টোবর ২০১৯  

ভুটানকে হারিয়ে সফল সমাপ্তি। অপেক্ষা এবার বিশ্বকাপ বাছাই পর্বে কাতার বধের। গুরুত্বপূর্ণ এ ম্যাচের আগে একদিন বিশ্রাম পেল ফুটবলাররা। নিজেদের মত সময় কাটালেও তারই ফাঁকে পরিকল্পনা এশিয়ার পরাশক্তিকে রুখে দেয়ার। তবে সেজন্য নিজেদের সেরা একটি দিন কাটাতে হবে। এমনটাই বলেছেন বাংলাদেশ ফুটবল দলের কোচ জেমি ডে। এদিন অনুশীলন নয়। বিশ্রামে কাটিয়েছেন ফুটবলাররা।

ভুটানের সঙ্গে দ্বিতীয় ম্যাচে সহজ সুযোগ নষ্ট করায় ব্যাবধান প্রথম ম্যাচের মত বড় হয়নি। পরীক্ষা-নিরীক্ষা করতে দলে ৭ জন খেলোয়াড়কে কোচ বাজিয়ে দেখেছেন। ১০ অক্টোবর কাতার ম্যাচের একাদশে পরিবর্তনের ইঙ্গিত দিলেন কোচ?

বাংলাদেশ ফুটবল দলের কোচ জেমী ডে বলেন, না, সেরা একাদশে খুব একটা পরিবর্তন আসবে না। যদি না কেউ বড় ধরনের ইনজুরিতে পড়ে। ফিটনেসে ধরে রাখতেই আমি ভুটানের বিপক্ষে ম্যাচে বেশ কিছু খেলোয়াড় পরিবর্তন করেছি। হাতে আরও চার দিন আছে। এর মাঝেই প্লেয়ারদের ভুল-ত্রুটি নিয়ে বেশ কিছু সেশন নিতে চাই। জয় পেতে সেরা একটা দিন কাটাতে হবে আমাদের।

ভুটান দলটা অপেক্ষাকৃত দুর্বল হলেও এশিয়ান চ্যাম্পিয়ন কাতারের বিপক্ষে জয়ের আত্মবিশ্বাস নিয়ে মাঠে নামতে চেয়েছিল বাংলাদেশ। সে পরীক্ষায় জয় তুলে ফুল মার্কস পেয়েছে জেমি ডে শিষ্যরা। দলের সবচেয়ে অভিজ্ঞ খেলোয়াড় মামুনুল মাঠের বাইরে ও মাঠে থেকে এই দলটাকে পর্যবেক্ষণ করেছেন। উন্নতির রেখাটা স্পষ্ট লাল-সবুজের নবীনদের।

ভুটান ম্যাচের পর সুখবর মিলল। মটর সাইকেল দূর্ঘটনায় পায়ে আঘাত পাওয়া ডিফেন্ডার টুটুল হোসেন বাদশা ধীরে ধীরে সুস্থ্য হয়ে উঠছেন। কাতারের বিপক্ষে ম্যাচ মিস হলেও ফিরতে পারেন ভারতের বিপক্ষে ম্যাচে।

খেলোয়াড় বাদশা বলেন, পায়ের অবস্থা আগের থেকে অনেক ভালো। ফেডারেশনের ডাক্তাররা আমাকে দেখেছে। আশা করি দ্রুত সুস্থ হয়ে উঠবো। কাতারের ম্যাচটা খেলার ইচ্ছে আছে যদি না পারি তবে ভারতের বিপেক্ষের ম্যাচটা খেলবো। 
বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ খেলতে আগামী ৭ অক্টোবর দেশে আসবে কাতার।