• রোববার ১৯ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৪ ১৪৩১

  • || ১০ জ্বিলকদ ১৪৪৫

সামনের বিশ্বকাপে হবে সলিড টিম: পাপন

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ১৮ অক্টোবর ২০১৯  

২০২৩ বিশ্বকাপের জন্য একটা শক্তিশালী দল গঠনের লক্ষ্যে ২০২১ সালের আগ পর্যন্ত নতুন ক্রিকেটারদের নিয়ে পরীক্ষা নীরিক্ষা করা হবে। 

এখন থেকে একেবারে ভিন্ন পরিকল্পনায় এগুতে চায় বাংলাদেশ। জানিয়েছেন বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন। 

তিনি বলেন, সঠিক পরিকল্পনা নিয়ে বিশ্বকাপ খেলতে পারেনি বাংলাদেশ। এতোদিন শুধু জয়ের কথা চিন্তা করেই আবর্তিত হয়েছে সবকিছু। এভাবে চলতে পারেনা। তাই এবার নেয়া হচ্ছে দীর্ঘমেয়াদি পরিকল্পনা। কি থাকবে সে পরিকল্পনার মূলে তাও স্পষ্ট করলেন বোর্ড সভাপতি।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন বলেন, নতুন খেলোয়াড় খুঁজছি। এতদিন জেতার জন্য চেষ্টা ছিল। আমাদের এক্সপেরিমেন্ট হবে ২০২গ সাল পর্যন্ত। ২০২১ সালে বিশ্বকাপের জন্য আমরা যে টিমটা বানাবো সেটা সলিড টিম বানাবো।  

দলের কোন পজিশনে নতুনদের সুযোগ দেয়া হবে। সে ব্যপারটাও পরিষ্কার করলেন নাজমুল হাসান।

বাংলাদেশ ক্রিকেটে বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন বলেন, একটা উদাহরণ দেই, যেমন মিঠুনকে চার পাঁচে খেলানোর কথা কিন্তু তাকে সাতে কিংবা আটে খেলানো হচ্ছে। সেটা আমরা আর করব না। 

ফিটনেস নিয়ে আবারো কঠোর বার্তা দিলেন বোর্ড সভাপতি। জানালেন, সামনের বছর আরো কঠিন হবে। সবার বিপ টেস্টই করা হবে ঢাকায়।

জাতীয় দলের কিছু খেলোয়াড়ের ফিটনেস নিয়ে ক্ষুব্ধ তিনি। সামনের বছর ক্রিকেটারদের আরো কঠিন ফিটনেস পরীক্ষা দিতে হবে বলেও জানান বিসিবি বস।