• রোববার ১৯ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৪ ১৪৩১

  • || ১০ জ্বিলকদ ১৪৪৫

লেগ স্পিনার না খেলানোয় কোচ বরখাস্ত

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ১৮ অক্টোবর ২০১৯  

দলে লেগ স্পিনার থাকার পরও জাতীয় ক্রিকেট লিগে একাদশে নামানো হয়নি লিখন ও রিশাদকে। এ কারণে ঢাকা ও রংপুর বিভাগের দুই কোচকে বরখাস্ত করেছে বিসিবি।

একজন ভালো মানের লেগ স্পিনার নেই জাতীয় দলে। সে শূন্যতা দুর করতে নানা উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এর অংশ হিসেবে জাতীয় লিগের প্রতিটি দলে একজন লেগ স্পিনার খেলানো বাধ্যতামূলক করেছে বিসিবি। 

এবারের আসরের দুই রাউন্ডে লেগ স্পিনার জুবায়ের হোসেনকে মুল একাদশ রাখেনি ঢাকা বিভাগের কোচ জাহাঙ্গীর আলম। সেই সাথে রংপুরের লেগ স্পিনার রিশাদ হোসেনকেও একাদশের বাইরে রাখেন কোচ মাসুদ পারভেজ।

এ দুই লেগ স্পিনারকে উপেক্ষা করায় শাস্তি হিসেবে ঢাকা ও রংপুর বিভাগের দুই কোচকে বরখাস্ত করে বিসিবি। 

এর আগে এ দুই কোচকে বিসিবি অফিসে ডেকে পাঠায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের খেলা পরিচালনা কমিটি।

এরই মধ্যে ঢাকা বিভাগে জাহাঙ্গীরের জায়গায় দায়িত্ব পেয়েছেন মোহাম্মদ সেলিম ও রংপুরে মাসুদের পরিবর্তে কোচের দায়িত্ব দেয়া হয় জাফরুল এহসানকে।