• রোববার ১৯ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৪ ১৪৩১

  • || ১০ জ্বিলকদ ১৪৪৫

বিপিএলের উদ্বোধন: দর্শকদের জন্য থাকছে বিকল্প ব্যবস্থা

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ৬ ডিসেম্বর ২০১৯  

বাংলাদেশ প্রিমিয়ার লিগের সপ্তম আসর বঙ্গবন্ধু বিপিএল মাঠে গড়াবে ১১ ডিসেম্বর থেকে। এর আগে জমকালো উদ্বোধনী অনুষ্ঠান হবে ৮ ডিসেম্বর। সেদিন মাঠে বসে অনুষ্ঠান উপভোগ করতে পারবে মাত্র কয়েক হাজার দর্শক। তবে এর বাইরেও ক্রিকেটপ্রেমীদের জন্য বিকল্প ব্যবস্থা করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বঙ্গবন্ধু বিপিএলের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জমকালো উদ্বোধনী অনুষ্ঠান মাতাতে মঞ্চে থাকবেন বলিউড তারকা সালমান খান ও ক্যাটরিনা কাইফ। বাংলাদেশের জেমস ও মমতাজের পাশাপাশি সঙ্গীত পরিবেশন করবেন বলিউডের সনু নিগম ও কৈলাশ খের। 

জমকালো এই অনুষ্ঠান গ্যালারি কিংবা ভিআইপি টিকেট কিনে কাছ থেকে দেখতে পাবে হাজার পাঁচেক দর্শক। তবে সাধারণ দর্শকদের জন্য বিকল্প ব্যবস্থা করেছে বিসিবি। রাজধানীর বিভিন্ন পয়েন্ট ছাড়াও সাত বিভাগীয় শহরে বিসিবির উদ্যোগে বসানো হবে বড় পর্দা।

বৃহস্পতিবার এ বিষয়ে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন জানান, তিনটি টিভি চ্যানেলে (গাজী, মাছরাঙা, নিউজ ২৪) অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করা হবে। মাঠে আসার সুযোগ কম থাকায় বিকল্প হিসেবে এটা থাকছে।