• শনিবার ১৮ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৪ ১৪৩১

  • || ০৯ জ্বিলকদ ১৪৪৫

রান-খরা নিয়ে চিন্তিত নন তামিম

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ১৬ জানুয়ারি ২০১৯  

খুব নির্ভার হয়েই সংবাদ সম্মেলনে এলেন তামিম ইকবাল। হয়তো সিলেট সিক্সার্সের বিপক্ষে কুমিল্লা ভিক্টোরিয়ানসের বড় জয়ে তিনি মনে মনে তৃপ্ত। কিন্তু ব্যক্তিগতভাবে তো তামিমের এত নির্ভার থাকার কথা নয়। এবারের বিপিএলে যে একেবারেই রান পাননি। ফর্ম নিয়ে প্রশ্ন যে তাঁর দিকে ছুটে যাবে, সে ব্যাপারে প্রস্তুতই ছিলেন বাংলাদেশ ও কুমিল্লার ওপেনার। কিন্তু যে উত্তরটা দিলেন তাতে অবাক হওয়ারই পালা সংবাদকর্মীদের। এবার বিপিএলে তামিম নিজের ফর্ম নিয়ে একেবারেই চিন্তিত নন!

প্রথমেই কবুল করে নিলেন নিজের ব্যর্থতা, ‘সত্যি কথা, আমার ব্যাটিংটা একেবারেই ভালো হচ্ছে না। সাধারণত আমি রান না করলে খুব একটা চিন্তিত হই না। কিন্তু আমি যেটা অনুভব করছি মোটেও ভালো খেলতে পারছি না। এটা মেনে নিতে হবে অনেক সময় অনেক কিছু আপনার পক্ষে যাবে না। এমন সময় আসবে যখন আপনি রান করতেই থাকবেন। আবার অনেক সময় আসবে যখন রান করতে আপনাকে সংগ্রাম করতে হবে।’

তামিম নিজ অভিজ্ঞতা থেকেই বিপিএলের ফর্ম নিয়ে চিন্তিত হওয়ার কোনো কারণই দেখছেন না, ‘আমি এত বছর ধরে রান করে আসছি। এটা নিয়ে আমি চিন্তিত নই। সামনের ম্যাচ গুলিতে যদি আমি রান না-ও পাই, তাতেও ঘাবড়ে যাব না। এর কারণ, আমি জানি কীভাবে রানে ফিরতে হয়। কেবল একটি ইনিংস দরকার। ওটা হলেই হয়ে যায়। পুরো পরিস্থিতিই তখন পাল্টে যাবে।’

বিপিএল ঢাকা-পর্বে তেমন রান দেখেনি। গত মৌসুমের অভিজ্ঞতা থেকেই সবাই ভেবেছিল সিলেটে অনেক রান দেখবেন দর্শকেরা। কিন্তু আজ প্রথম দিনে সেটি হয়নি। দিনের দুটি ম্যাচের একটিও চার-ছক্কায় দর্শকদের মন ভরাতে পারেনি। এর কারণ কী! সিলেটের উইকেট ফ্ল্যাট হবে, সেটি ধরে নিয়েই দলগুলি পরিকল্পনা সাজিয়েছিল। কিন্তু সন্ধ্যার খেলাটা তো রীতিমতো পাড়া-মহল্লার ক্রিকেটের পর্যায়ে নেমে আসল!

তামিম এর কারণ ব্যাখ্যা করেছেন নিজের মতো করেই, ‘আমার মনে হয় এটা আবহাওয়ার কারণেই হচ্ছে। সাধারণত সিলেটের উইকেট কিন্তু ভালো। কিন্তু এখন শিশির পড়ছে প্রচুর। এখন শীতের সময়। শীতকালে আমাদের দেশের উইকেটগুলি যখন একটু নরম হয়ে যায় তখনই স্পিন ধরতে শুরু করে। আমরা তো অবশ্যই আশা করি উইকেট ভালো হবে। হাই-স্কোরিং গেম হলে সেটা দর্শকদের জন্যই ভালো।’