• শুক্রবার ১৭ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ২ ১৪৩১

  • || ০৮ জ্বিলকদ ১৪৪৫

মেসিহীন বার্সার সমতা, হতাশা পিএসজির

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ৭ নভেম্বর ২০১৮  

এবারের চ্যাম্পিয়নস  লিগে দুর্দান্ত খেলছে এরনেস্তো ভালভার্দের দল। চ্যাম্পিয়নস লিগে চলতি মৌসুমের আগের তিন ম্যাচে বড় জয় পেয়েছে তারা। এর মধ্যে মেসি তার খেলা দুই ম্যাচে করেছেন পাঁচ গোল। মেসিহীন বার্সা ঘরের মাঠে ইন্টার মিলানের বিপক্ষেও প্রথম লেগে পেয়েছে জয়। কিন্তু দ্বিতীয় লেগে ইন্টারের মাঠে গিয়ে মেসিকে ছাড়া আর পারলো না তারা। শেষ ১০ মিনিটে দুই দলের দুই গোলে সমতা নিয়ে মাঠ ছাড়ে তারা। অন্যদিকে নেইমারের পিএসজি এ ম্যাচেও নাপোলির বিপক্ষে জয়হীন।

বার্সেলোনার হয়ে ইন্টারের বিপক্ষে ইনজুরি কাটিয়ে মেসির ফেলার ইঙ্গিত দেন দলের কোচ। কিন্তু মেসি ছিলেন না কোচের ঘোষিত দলে। তাতে উত্তেজনার ম্যাচ ম্যাড়ম্যাচে শেষের দিকেই যাচ্ছিল। দু’দলের কিছু আক্রমন হলেও বড় ম্যাচের আবহ আক্রমণে তেমন মেলেনি। এরপর শেষ ১০ মিনিটে রোমাঞ্চ ছড়ায় দু’দল। বদলি নামা ব্রাজিলিয়ান তরুণ ম্যালকম ম্যাচের ৮৩ মিনিটে গোল করে এগিয়ে নেয় বার্সাকে। কিন্তু ম্যালকমকে নায়ক হতে দিলেন না আর্জেন্টিনা স্ট্রাইকার মাউরো ইকার্দি। তিনি ৮৭ মিনিটে গোল করে সমতা এনে দেন ইন্টারকে।


পিএসজি-নাপোলি

ওদিকে দিনের অন্য গুরুত্বপূর্ণ ম্যাচে নাপোলির মাঠ থেকে ১-১ গোলের সমতা নিয়ে ফিরেছে নেইমার-এমবাপ্পের পিএসজি। বর্তমান ফুটবলের সেরা দুই তরুণ তারকা দলকে চ্যাম্পিয়নস লিগে দিতে পারেনি তেমন কোন আশা। ম্যাচের আগে নেইমার ম্যাচটাকে বাঁচা-মরার লড়াই বলে উল্লেখ করেন। এই সমতা তাদের ইউরোপের প্রতিযোগিতায় মরার দিকেই ঠেলে দিলো। গ্রুপ পর্ব থেকে বিদায়ের বেশ কাছে চলে গেলো তারা।

ম্যাচের ৪৫ মিনিটে প্রথমে গোল করে এগিয়ে যায় পিএসজি। দলের হয়ে গোল করেন জুয়ান বারনাট। কিন্তু ম্যাচের ৬২ মিনিটে পেনাল্টি থেকে ইনসিগনি নাপোলিকে সমতা এনে দেন। এ নিয়ে চার ম্যাচে এক জয়, দুই সমতা ও এক হারে পিএসজির পয়েন্ট ৫। সমান ম্যাচে ‘সি’গ্রুপে নাপোলি ও লিভারপুলের পয়েন্ট ৬। সামনের ম্যাচে বাঁচা-মরার আসল লড়াইয়ে ২৮ নভেম্বর মুখোমুখি হবে পিএসজি-লিভারপুল।

ওদিকে বার্সা সমতা করলেও চার ম্যাচে তাদের পয়েন্ট ১০। দ্বিতীয় অবস্থানে থাকা ইন্টারের পয়েন্ট ৭। দিনের অন্য গুরুত্বপূর্ণ ম্যাচে পিএসভি’কে ২-১ গোলে হারিয়েছে টটেনহ্যাম। এছাড়া ঘরের মাঠে অ্যাথলেটিকো মাদ্রিদ ২-০ গোলে হারিয়েছে বরুসিয়া ডর্টমুন্ডুকে। ‘এ’ গ্রুপে থাকা ডর্টমুন্ড ও অ্যাথলেটিকো মাদ্রিদ সমান চার ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে যথাক্রমে এক ও দুই নম্বরে আছে।