• রোববার ১৯ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৪ ১৪৩১

  • || ১০ জ্বিলকদ ১৪৪৫

শিল্পকলা একাডেমি ভবন স্থাপনের দাবি

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ৪ অক্টোবর ২০১৯  

রাজধানীর নিকটবর্তী সাভার উপশহরে শিল্পকলা একাডেমি ভবন স্থাপনের দাবিতে সোচ্চার হয়ে উঠেছে এ অঞ্চলের সাহিত্য ও সাংস্কৃতিক কর্মীরা। শিল্পকলা ভবনের দাবিতে এরই মধ্যে সংস্কৃতিকর্মীরা মানববন্ধন, র‍্যালি করেছেন। এ ছাড়া স্থানীয় সংসদ  সদস্য ও উপজেলা চেয়ারম্যান বরাবর স্মারকলিপিও প্রদান করেছেন তারা।

সাভার সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক স্মরণ সাহা বলেন, রাজধানীর সন্নিকটে হওয়া সত্ত্বেও সাভার শহরে শিল্পকলা একাডেমির কোনো ভবন নেই। মানুষের চিত্তবিনোদন, সভা-সমাবেশ ও সেমিনার করার মতো কোনো মিলনায়তনও তৈরি হয়নি।

বেশ কয়েকটি সাহিত্য ও সাংস্কৃতিক সংগঠন থাকলেও তাদের চর্চা করার জায়গার অভাবে কর্মকাণ্ড চালাতে পারছে না। ফলে এ অঞ্চলে সাংস্কৃতিক চর্চা স্থবির হয়ে পড়েছে। অনেক সাংস্কৃতিক সংগঠন অফিস ভাড়া করে তাদের সংগঠন কোনোভাবে টিকিয়ে রেখেছে।

নারী নেত্রী ও কলেজ শিক্ষিকা শাহানা জাহান সিদ্দিকা বলেন, সুস্থ সংস্কৃতির চর্চার মাধ্যমেই তরুণ ও যুবসমাজ মাদক ও জঙ্গিবাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে পারে। সাভারে শিল্পকলা একাডেমি গড়ে তোলা সাংস্কৃতিক কর্মীদের দীর্ঘদিনের দাবি। তাই সাংস্কৃতিক পরিমণ্ডল প্রসারিত করার স্বার্থে সাভারে দ্রুত একটি শিল্পকলা ভবন স্থাপনের দাবি জানান তিনি।