• রোববার ১৯ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৫ ১৪৩১

  • || ১০ জ্বিলকদ ১৪৪৫

ঢাবি শিক্ষার্থীদের ফের শাহবাগ অবরোধ

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ১৮ জুলাই ২০১৯  

সাত কলেজের অধিভুক্তি বাতিলসহ চার দফা দাবিতে রাজধানীর শাহবাগ মোড়  ফের অবরোধ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীরা। এতে সড়কগুলোতে সব ধরণের যান চলাচল বন্ধ হয়ে গেছে। বেলা সাড়ে ১২টার দিকে শাহবাগ অবরোধ করেন তার।

এর আগে সকাল থেকেই ক্লাস-পরীক্ষা বর্জনের পাশাপাশি বিক্ষোভ কর্মসূচি পালন করছেন ঢাবি শিক্ষার্থীরা। এতে বৃহস্পতিবার সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের অনেক বিভাগে ক্লাস-পরীক্ষা বন্ধ আছে। এছাড়া সকাল সাড়ে দশটা থেকে বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা।   

সকালে বিশ্ববিদ্যালয়ের দোয়েল চত্বর, রোকেয়া হলের সামনের সড়ক, শাহবাগসহ বিভিন্ন মোড়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়। শিক্ষার্থীরা জানিয়েছেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত এ আন্দোলন চালিয়ে যাবেন।

পরে একটি বিক্ষোভ মিছিল ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এসময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের কয়েক ‘শ শিক্ষার্থী বিক্ষোভে অংশগ্রহন করেন। মিছিলটি শাহবাগে গিয়ে শেষ হয়। সেখানে অবরোধ কর্মসূচি পালন শুরু করেন তারা।

এসময় অধিভুক্তি বাতিলের দাবিতে ‘শোন বোন শোন ভাই, ঢাবির কোন শাখা নাই’, ‘ঢাবির বাস আটকা কেন, প্রশাসন জবাব চাই’, ‘আশ্বাস বা প্রতারণা, চলবে না চলবে না’, ‘সাত কলেজের ঠিকানা, ঢাবি হবে না’, ‘রাখতে ঢাবির সম্মান, সাত কলেজ বেমানান’সহ বিভিন্ন স্লোগান দেয়  আন্দোলনকারী শিক্ষার্থীরা।

এর আগে বুধবার শাহবাগ মোড় অবরোধ করে নতুন এই কর্মসূচি ঘোষণা দেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা। পরে দুপুর ২টার দিকে অবস্থান থেকে সরে গেলে ওই এলাকায় যান চলাচল স্বাভাবিক হয়।