• বৃহস্পতিবার ১৬ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ২ ১৪৩১

  • || ০৭ জ্বিলকদ ১৪৪৫

বেরোবিতে ভর্তি পরীক্ষা: প্রক্সি দিতে এসে আটক ১

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ৩ ডিসেম্বর ২০১৮  

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে প্রক্সি দিতে এসে শফিকুল ইসলাম নামে এক শিক্ষার্থী আটক হয়েছেন। আটক শিক্ষার্থীকে এক বছরের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্টেট মেহেদি হাসান।

দণ্ডপ্রাপ্ত শিক্ষার্থী শরিয়তপুর জেলার গোসাইহাট থানার হাটুরিয়া গ্রামের মৃত আব্দুল জলিলের পুত্র।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, রবিবার বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ২০১৮-১৯ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শুরু হয়েছে। পরীক্ষার প্রথম দিনের এ ইউনিটের চতুর্থ শিফটে ফজলে রাব্বী আশিক নামে এক শিক্ষার্থীর প্রবেশপত্র নিয়ে ২নং একাডেমিক ভবনের চতুর্থ তলার ৪১৫নং কক্ষে প্রবেশ করে শফিকুল। পরে ওই কক্ষের দায়িত্বরত শিক্ষক লোক প্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক আসাদুজ্জামান মণ্ডল আসাদ শফিকুলকে আটক করে প্রক্টরের হাতে তুলে দেন। পরে প্রক্টর আবু কালাম মো. ফরিদ-উল ইসলাম তাকে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করলে আদালত তাকে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড দেন।

বিশ্বদ্যিালয়ের প্রক্টর আবু কালাম মো. ফরিদ-উল ইসলাম বলেন, বদলি পরীক্ষার্থী হিসেবে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করায় ওই শিক্ষার্থীকে আটক করা হয়। পরে তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে ভ্রাম্যমান আদালতে সোপর্দ করলে আদালত তাকে এক বছরের কারাদণ্ড দেন। আদালতের রায়ের পর তাকে রংপুর কারাগারে পাঠিয়েছে পুলিশ।