• বুধবার ১৫ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ১ ১৪৩১

  • || ০৬ জ্বিলকদ ১৪৪৫

ডিঙি নৌকার হাট

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ১৭ জুলাই ২০১৯  

মানিকগঞ্জের ঘিওরে জমে উঠেছে ডিঙি নৌকার হাট সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এ হাটে শত শত নৌকা বিক্রি হচ্ছে আর ক্রেতা-বিক্রেতাদের উপস্থিতিতে মুখরিত হয়ে উঠেছে ঐতিহ্যবাহী এই হাট

ঘিওর সরকারি কলেজ সংলগ্ন কেন্দ্রীয় ঈদগাহ মাঠে এ বিশাল নৌকার হাট বসে প্রতি বুধবার গত ৫০ বছর ধরে এই হাটে নৌকা বেচা-কেনা হয়ে আসছে মানিকগঞ্জের পার্শ্ববর্তী টাঙ্গাইলের নাগরপুর, ঢাকার সাভার ও সিরাজগঞ্জ থেকে শত শত নৌকা আসে এই হাটে মেহগনি, কড়ই, আম, চাম্বল, রেইন ট্রি গাছের কাঠ দিয়ে নৌকাগুলো তৈরি করা হয় আকার ও মানভেদে প্রতিটি নৌকা বিক্রি হচ্ছে ২ থেকে ৭ হাজার টাকায়

মানিকগঞ্জের ভেতর দিয়ে পদ্মা-যমুনা, ধলেশ্বরী, ইছামতী ও কালীগঙ্গা নদী প্রবাহিত হওয়ায়, নদীর পানি দ্রুত মানিকগঞ্জের বিভিন্ন এলাকায় প্রবশে করে এবং বিস্তীর্ণ নিম্নাঞ্চল তলিয়ে যায় ফলে নৌকা হয়ে তাদের যাতায়াতের সহজ বাহন জেলার সাতটি উপজেলার মধ্যে হরিরামপুর, শিবালয়, ঘিওর, দৌলতপুর ও সাটুরিয়া উপজেলাগুলি নদী তীরবর্তী ও নিম্নাঞ্চল হওয়ায় ওই এলাকার প্রতিটি পরিবারেরই থাকে নিজস্ব নৌকা