• বৃহস্পতিবার ১৬ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ২ ১৪৩১

  • || ০৭ জ্বিলকদ ১৪৪৫

বন কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ১৭ জুলাই ২০১৯  

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার কাঁচিঘাটা রেঞ্জের জাথালিয়া বন বিটের কর্মকর্তা হুমায়ুন কবীরের বিরুদ্ধে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে ওই কর্মকর্তা মোটা অংকের টাকার বিনিময়ে বনের জমিতে ঘর নির্মাণসহ গরুর খামার, পোলট্রি খামার গড়ে তুলতে সহায়তা করেছেন শুধু তাই নয়, ওই বিটের সঙ্গে যাদের রেকর্ড করা জমি রয়েছে সেই জমির গাছ জোরপূর্বক কেটে বিক্রি করে দিচ্ছেন তিনি বিষয়টি বনবিভাগের তদন্তেও প্রমাণিত হয়েছে

জানা যায়, জাথালিয়া বিটের সঙ্গে থাকা বৃদ্ধ আনোয়ারা বেগমের রেকর্ডকৃত জমির গাছ গত মাসে জোরপূর্বক কেটে নিয়ে বিক্রি করে দেন বন কর্মকর্তা বৃদ্ধার ১৩টি গাছের মূল্য প্রায় ১ লাখ ৮২ হাজার ৭শ’ টাকা গাছ কেটে নেয়ার প্রতিবাদ করায় বন কর্মকর্তা আনোয়ারা বেগমের চার সন্তানকে মামলা দিয়ে জেলে পাঠানোর হুমকি দিচ্ছেন বৃদ্ধার ১৩ গাছ ও আরও ১৪টি গাছ কেটে নেয়ার খবর জাতীয় পত্রিকায় প্রকাশ হলে বিষয়টি বন বিভাগের নজরে আসে

১৫ জুন এসিএফ এনামুল হকসহ ৩-৪ জন কর্মকর্তা জাথালিয়া বিটে গিয়ে জোতের গাছ ও বনের গাছ কাটার প্রমাণ পান পরে গরিব বৃদ্ধার গাছের টাকা ফেরত দেয়ার নির্দেশ দেন তারা কিন্তু হুমায়ুন কবীর গাছের টাকা ফেরত দিচ্ছেন না অভিযোগ রয়েছে ওই বন কর্মকর্তা মোটা অংকের টাকা নিয়ে ১০-১১ জন ব্যক্তিকে ঘর, পোলট্রি ও গরুর খামার করতে দিয়েছেন

ভুক্তভোগী আনোয়ারা বেগম জানান, তারা রেকর্ডীয় জমির গাছ কেটে নিয়ে গেছে পরে তদন্ত করে এসিএফ সাহেব গাছের টাকা ফেরত দেয়ার নির্দেশ দিলেও তা দিচ্ছে না টাকা চাইলেই তার ছেলেদের নামে মামলা দেবে বলে হুমকি দিচ্ছেন বন কর্মকর্তা

কাঁচিঘাটা রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা মোহসিনুজামান জানান, বিট কর্মকর্তা হুমায়ুন কবীরের বিরুদ্ধে নানা অভিযোগ রয়েছে বিষয়টি উপর মহলে জানানো হয়েছে ঢাকা বিভাগীয় বন কর্মকর্তা এসিএফ এনামুল হক জানান, জাথালিয়া বিট কর্মকর্তার বিরুদ্ধে রেকর্ডীয় গাছ ও সরকারি বনের গাছ কাটার সত্যতা পাওয়া গেছে তদন্ত রিপোর্ট আগামী ২-৩ দিনের মধ্যে জমা দেয়া হবে

জানতে চাইলে বন কর্মকর্তা হুমায়ুন কবীর বলেন, আমার বিরুদ্ধে আনা অভিযোগ অদৌ সত্য নয় আমি এখানে যোগদান করেছি মাত্র তিন মাস হল ওই বৃদ্ধার কোনো গাছ আমরা কাটিনি তবে ওই গাছের বিরুদ্ধে টিআর মামলা হয়েছে