• বৃহস্পতিবার ১৬ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ২ ১৪৩১

  • || ০৭ জ্বিলকদ ১৪৪৫

জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ১৮ জুলাই ২০১৯  

গাজীপুরের কালিয়াকৈরে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে পোনা অবমুক্তকরণসহ বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা গতকাল দুপুরে অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে একটি র‌্যালী উপজেলা চত্বর থেকে শুরু হয়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক প্রদক্ষিণ শেষে ঘাটা খালী নদীতে গিয়ে শেষ হয়।

পরে ঘাটা খালী নদীতে পোনা অবমুক্তকরণ করা হয়। দিবসটি উপলক্ষে উপজেলা হল রুমে এক আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানটি আয়োজন করেন উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য অধিদপ্তর।

উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী হাফিজুল আমিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার ভুমি মোঃ ইসতিয়াক আহম্মেদ ,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সেলিম আজাদ, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান জায়দা নাসরিন,কালিয়াকৈর থানার তদন্ত কর্মকর্তা আবুল কাশেম, মৎস কর্মকর্তা উম্মে ফারা বেগম তাসকিরাসহ প্রমুখ।

বক্তারা মৎস্য সেক্টরের বর্তমান সরকারের অগ্রগতির নানা বিষয় নিয়ে আলোচনা করেন। পরে উপজেলার তিন জন সফল মৎস্য চাষীকে ক্রেষ্ট ও সার্টিফিকেট প্রদান করা হয়। এসময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।