• বুধবার ১৫ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ১ ১৪৩১

  • || ০৬ জ্বিলকদ ১৪৪৫

ভুয়া ঠিকানায় চলছে ব্যাটারি ও পানি তৈরির কারখানা

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ১৯ জুলাই ২০১৯  

গাজীপুর কালিয়াকৈর থানাধীন ভান্নারা কালের ভিটা নামক স্থানে জঙ্গলের ভিতর একটি টিনশেট বাড়ির মধ্যে উৎপাদন হচ্ছে রেডিয়াম নামে ব্যাটারি   ব্যাটারির  পানি মোস্তাফিজুর রহমান নামে এক ব্যাবসায়ী তৈরী করছে এসব পণ্য মোস্তাফিজুর রহমান সিরাজগঞ্জ জেলার বেলকুচি থানার মোঃ সফিউল আলমের ছেলে সে দীর্ঘ দশ বছর যাবৎ রেডিয়াম নামে ব্যাটারি ব্যাটারির পানি বাজারজাত করে আসছে 

সরজমিনে তথ্য সংগ্রহ করতে গেলে রেডিয়াম ব্যাটারি ফ্যাক্টরির উৎপাদন  কর্মকর্তা মোঃ সোবহান মিয়া জানান যে, গত দশ বছর যাবৎ রেডিয়াম নামে কারখানা পরিচালনা করে সছি কিন্তু এর যে কাগজ পত্র লাগে তা আমার জানা নাই কালিয়াকৈর, মৌচাক, কোনাবাড়ী, ভান্নারাসহ গাজীপুরের বিভিন্ন এলাকার দোকান গুলোতে তারা মার্কেটিং করে আসছে এমন অসাধু ব্যাবসায়ীদের জন্য দেশ যেমন হারাচ্ছে রাজস্ব তেমনি নিম্নমানের ব্যাটারি ব্যবহারকারী গ্রাহকগণ  হচ্ছে ক্ষতিগ্রস্ত

রেডিয়াম ব্যাটারি ও ব্যাটারির পানির কারখানাটি ভান্নারা কালের মাঠে অবস্থিত   কিন্তু তারা তাদের পণ্যের গায়ে লাগনো স্টিকারে ফ্যাক্টরি অবস্থান মৌচাক,গাজীপুর ব্যবহার করছেন মিথ্যা ও লোক ঠকানোর ব্যবসা করছেন মোস্তাফিজুর

এ ব্যাপারে মুঠোফোনে মোস্তাফিজুর রহমানের কাছে জানতে চাইলে বলেন আমরা কোন ভুয়া ঠিকানা ব্যবহার করিনি আমাদের স্টিকারে মৌচাক গাজীপুরের ঠিকানা  ব্যবহার করলেও ভিজিটিং কার্ডে এখানের ঠিকানাই ব্যবহার করেছি তাছাড়া এমন পানি শুধু আমি একা না গাজীপুরের অনেকেই তৈরি করে বাজারজাত করছে