• রোববার ১৯ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৪ ১৪৩১

  • || ১০ জ্বিলকদ ১৪৪৫

বয়স বাড়লে চোখের রোগও বাড়ে

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ২ ডিসেম্বর ২০১৮  

বয়স বাড়লে বাড়ে চোখের রোগও। এ সময় বয়স্করা সাধারণত যেসব চোখের অসুখে ভুগে থাকেন তার মধ্যে চালশে রোগ একটি। বয়স ৪০ ছোঁয়ার পর থেকেই চোখে কিছু সমস্যা দেখা দেয়। কাছের জিনিস ঝাপসা দেখা, মাথাব্যথা করা এ রোগের লক্ষণ। চোখের লেন্সের পাওয়ার কমে যাওয়ায় এ রোগ হয়।

চিকিৎসকের পরামর্শে চশমা ব্যবহারের মাধ্যমে এ রোগ থেকে রক্ষা পাওয়া যায়। আরেকটির নাম ছানি রোগ। চোখের স্বচ্ছ লেন্স অস্বচ্ছ হয়ে দৃষ্টি কমে যাওয়ার নাম ছানি রোগ। এতে আগে-পরে দুই চোখই আক্রান্ত হয়। দূর এবং কাছে ঝাপসা দেখা, আলো সহ্য করতে না পারা, আলোর চতুর্দিকে রঙিন দেখা এ রোগের লক্ষণ। কোনো ওষুধে এ রোগের চিকিৎসা করা যায় না। ছানি অপসারণের মাধ্যমে এ রোগের চিকিৎসা সম্ভব।বর্তমানে ছানি অপসারণ করে কৃত্রিম লেন্স সংযোজনের মাধ্যমে প্রায় স্বাভাবিক দৃষ্টি ফিরে পাওয়া সম্ভব।

এজ রিলেটেড ম্যাকুলার ডিজেনারেশন বা এআরএমডি হতে পারে বয়স্কদের। ৫০ থেকে ৬০ বছর বয়সের পর রেটিনার দৃষ্টি-সংবেদনশীল অংশের পরিবর্তনে চোখের দৃষ্টি কমে যায়। দৃষ্টি কমে যাওয়া, কোনো জিনিস বাঁকা দেখা ইত্যাদি এ রোগের লক্ষণ। রেটিনা পরিবর্তনের কারণে চোখের ভেতর রক্তপাত হতে পারে। এ রোগে দুই চোখ আক্রান্ত হয়।

চোখের ভেতরে ইনজেকশন প্রয়োগে অথবা লো-ভিশন চশমা ব্যবহারে রোগের চিকিৎসা করা হয়। চোখ দিয়ে পানি পড়াও একটি রোগ। বয়সজনিত কারণে নাকের গোড়ার দুপাশে অবস্থিত নেত্রনালি সরু হয়ে এ রোগ হয়। চোখের পানি সরু নেত্রনালি দিয়ে না সরতে পেরে চোখের কোণে জমা হয়ে থাকে এবং অনবরত পড়তে থাকে। মাঝে মধ্যে নেত্রনালি ফুলে গিয়ে ব্যথা হতে পারে। অপারেশন এ রোগ নিরাময়ের উত্তম চিকিৎসা। চোখ ভালো রাখতে আপনার উচিত- নিয়মিত চক্ষুরোগ বিশেষজ্ঞের কাছে চোখ পরীক্ষা করানো।

ডায়াবেটিস ও রক্তচাপ নিয়ন্ত্রণ করতে হবে। পরিমিত পুষ্টিকর খাদ্য খেয়ে চোখের বয়সজনিত রোগ প্রতিরোধ করা সম্ভব। নিয়মিত পরিষ্কার পানি দিয়ে চোখ পরিষ্কার করতে হবে। হঠাৎ চোখে কম দেখলে দেরি না করে চিকিৎসকের শরণাপন্ন হোন। চিকিৎসাবিজ্ঞানের অগ্রগতির কারণে বেশিরভাগ বয়সজনিত চোখের রোগের সুচিকিৎসা সম্ভব।

প্রফেসর ডা. সৈয়দ একে আজাদ, চক্ষুরোগ বিশেষজ্ঞ ও ফ্যাকো সার্জন, লেখক : সাবেক বিভাগীয় প্রধান, চক্ষুরোগ বিভাগ, ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল, চেম্বার : আল-রাজী হাসপাতাল, ফার্মগেট, ঢাকা