• সোমবার ২০ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৬ ১৪৩১

  • || ১১ জ্বিলকদ ১৪৪৫

ঘরোয়া উপায়ে ফোড়া সারানোর পাঁচ উপায়

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ৪ ফেব্রুয়ারি ২০২০  

শরীরের বিভিন্ন স্থানে ফোড়ার উৎপাত অনেকেই সহ্য করেছেন নিশ্চয়! তবে জানেন কি, এটি কেন হয়? রোগ প্রতিরোধ ক্ষমতা কমে গেলে শরীরের বিভিন্ন স্থানে ফোড়ার সৃষ্টি হয়। ফোড়া যার হয় সেই এর যন্ত্রণা টের পায়! তবে ভেষজ উপায়ের মাধ্যমেও ফোড়া সারানো সম্ভব। জেনে নিন উপায়-

১. ফোড়া পেকে গেলেও ফাটছে না! এমন সময় মসুরের ডাল বেটে সামান্য গরম করে ফোড়ার উপর প্রলেপ দিলেই ফেটে যাবে।

২. ফোড়ায় তিলের তেলের সঙ্গে নিসিন্দার পাতার রস মিশিয়ে ব্যবহার করলে ব্যথাও কমবে এবং দ্রুত গলে যাবে।

৩. পানের পাতা ফোড়ার জন্য খুবই উপকারী। এজন্য পান পাতার সোজা পিঠে ঘি মাখিয়ে ফোড়ার উপর বসালে পাকে ও দ্রুত ফেটে যায়।

৪. ফোড়ার ব্যথা কমাতে পেঁয়াজের রস গরম করে এর উপর ব্যবহার করুন।

৫. ফোড়ায় অর্জুন গাছের পাতা দিয়ে ঢেকে রাখলে দ্রুত পাকে ও ফেটে যায়। অতঃপর পাতার রস ক্ষত স্থানে লাগালে ঘাঁ দ্রুত শুকিয়ে যায়।