• রোববার ১৯ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৫ ১৪৩১

  • || ১০ জ্বিলকদ ১৪৪৫

আজ থেকেই শুরু হোক বিশেষ যত্ন

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ২৭ মে ২০১৯  

মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর। প্রতিটি সচেতন মানুষই চায় ঈদের দিনটিকে অন্য দিনের চেয়ে একটু সুন্দর করে  নিজকে উপস্থাপন করতে।

ক’দিন পরেই ঈদ। তাই প্রস্তুতিটা এখন থেকেই নিতে হবে, সে বিষয়ে আমাদের বিভিন্ন পরামর্শ দিয়েছেন ওমেন্স ওয়ার্ল্ডের সিইও বিউটি এক্সপার্ট ফারনাজ আলম।

ঈদ মানেই আনন্দ। অনেক ঘুরে, ঈদের পোশাকের সাথে মিলিয়ে জুয়েলারি, জুতা, ব্যাগ, মেকআপ কিট সবই কিনেছেন। কিন্তু ঈদের দিন সাজতে গিয়ে যদি দেখেন ত্বকের যে অবস্থা, এসবের সাথে ঠিক মানাচ্ছে না। তাহলে? তাই ঈদের আগেই নিজেকে তৈরি করে নিন ঈদের সাজের জন্য। 

রোজা থাকার ফলে শরীরে পানি স্বল্পতায় ত্বকে একটা মলিন প্রভাব পড়ে। তাই বেশ আগে থেকেই নিতে পারেন ত্বকের যত্ন। করাতে পারেন ফেসিয়াল। চুলটাও কেটে নিতে পারেন এখনই। নতুন চুলের কাট চেহারার সঙ্গে মানিয়ে যাবে। 

ত্বকের ধরণ বুঝে করতে পারেন ফেসিয়াল বা স্পা ট্রিটমেন্ট। অথবা ঘরে বসে একটু যত্ন নিতে পারেন আপনার ত্বকের।

শুষ্ক ত্বকের জন্য মুলতানি মাটি ১ টেবিল চামচ, চন্দনের গুঁড়ো ১ টেবিল চামচ, দুধের সর ১ চা-চামচ, কাঠবাদাম বাটা ১ টেবিল চামচ মিশিয়ে সপ্তাহে তিন দিন ১৫-২০ মিনিট রেখে ধুয়ে ফেলুন।

তৈলাক্ত ত্বকের জন্য মসুরের ডাল বাটা ১ টেবিল চামচ, মুলতানি মাটি ১ টেবিল চামচ, কাঁচা দুধ ১ টেবিল চামচ, কমলার রস ১ টেবিল চামচ একসঙ্গে মিশিয়ে সপ্তাহে ৩ দিন ১৫-২০ মিনিট রেখে ধুয়ে ফেলুন।

স্বাভাবিক ও মিশ্র ত্বকের জন্য মসুরের ডাল বাটা ১ টেবিল চামচ, মুলতানি মাটি ১ টেবিল চামচ, চন্দনের গুঁড়ো  ১ টেবিল চামচ, দুধের সর ১ টেবিল চামচ, গোলাপজল ১ চা-চামচ মিশিয়ে সপ্তাহে ৩ দিন ১৫-২০ মিনিট রেখে ধুয়ে ফেলুন।

ঈদের আগে নিজের হাত, পা আরও সুন্দর করতে চাইলে এখন থেকেই নিয়মিত গরম পানিতে শ্যাম্পু দিয়ে ১০ মিনিট ভিজিয়ে রাখুন। এরপর একটু ঘষে ধুয়ে নিয়ে ভালোমানের ময়েশ্চারাইজার মাখুন।

 এখনই প্রস্তুতি নিন, আর আসছে ঈদে হয়ে উঠুন সবার মাঝে অনন্যা।