• সোমবার ২০ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৬ ১৪৩১

  • || ১১ জ্বিলকদ ১৪৪৫

স্মার্টফোন ব্যবহারেই ক্ষতিগ্রস্থ হচ্ছে যৌনজীবন

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ২ ফেব্রুয়ারি ২০২০  

বর্তমানে সবার সঙ্গী স্মার্টফোন। সকালে ঘুম থেকে উঠে রাতে ঘুমানো অব্দি এই জিনিসটিই সর্বাধিক ব্যবহৃত হয়। তবে এর অতিরিক্ত ব্যবহারের ফলে যৌনজীবনে প্রভাব ফেলে বলে জানিয়েছেন একদল গবেষক।

সম্প্রতি এমনই এক গবেষণায় উঠে এসেছে, স্মার্টফোন দেখার ধরনের ওপর নির্ভর করছে যৌন জীবন‌। এমনকী উচ্চতাও নাকি নির্ভর করে আপনার ফোন দেখার কায়দার উপরেই। 

মোবাইল বা অন্যান্য ডিভাইসগুলোকে কীভাবে দেখেন তার উপরেই নির্ভর করে যৌনজীবন ও উচ্চতা, অর্থাৎ কীভাবে ঘাড় বেঁকিয়ে রাখছেন সেটাই ঠিক করে এই দু’টি বিষয়! আর এর গুরুতর প্রভাব পড়ছে মানুষের যৌনজীবনে। এর ফলে শারীরিক বিভিন্ন সমস্যা বাড়ছে। জেনে নিন যেসব ক্ষতি হওয়ার আশঙ্কা বাড়ছে...

১. বর্তমানে ল্যাপটপ বা ডেস্কটপের পরির্বতে স্মার্টফোন ব্যবহার বেড়েছে। এর ফলে বাড়ছে ঘাড় বাঁকিয়ে রাখার ধরন। আর তাতেই জাঁকিয়ে বসেছে বিপদ। গভীর প্রভাব ফেলছে আপনার যৌন জীবন ও উচ্চতার উপরে। 

২. ক্লিনিকাল অ্যানাটমি নামক এক বিজ্ঞান বিষয়ক জার্নালে প্রকাশিত হয়েছে এই নতুন বিষয়টি। আরকাসস বিশ্ববিদ্যালয়ের গবেষকরা ইলেক্ট্রনিক সরঞ্জাম ব্যবহারের সময় ঘাড় এবং মাথা বেঁকিয়ে রাখার নানা বিভঙ্গ নিয়ে কাজ করেছেন। সেখানেই ধরা পড়েছে এই বিষয়টি।

৩) নারীরা ও অল্প উচ্চতার ব্যক্তিরা পুরুষদের তুলনায় ভিন্নভাবে নিজেদের ঘাড় বেঁকিয়ে মোবাইল বা অন্য সামগ্রী ব্যবহার করেন। যার ফলে নারীদের ঘাড়ে ও মাথায় ব্যথা হওয়ার অন্যতম কারণ।

৪) মোবাইল বা ট্যাবলেট ঘাঁটার সময় বেশ খানিকক্ষণ একইভাবে ঘাড় নিচু করে বা বেঁকিয়ে রাখার ফলে গলা ও মাথার সংযোগস্থলে, ঘাড়ে এবং কাঁধের অংশ অনেকাংশে ক্ষতিগ্রস্থ হয়। দীর্ঘমেয়াদি ব্যথাও সৃষ্টি হয় এর ফলে।

সূত্র: জিনিউজ