• বুধবার ১৫ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ১ ১৪৩১

  • || ০৬ জ্বিলকদ ১৪৪৫

ইতিহাসের পাতায় আজ

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ১৮ জুলাই ২০১৯  

আজ যা ঘটছে, কাল তা ইতিহাস। আর এই ইতিহাসের প্রতিটা পাতায় লুকিয়ে আছে আমাদের জন্য শিক্ষণীয় অনেক বিষয়াবলী। এছাড়া বিভিন্ন ঐতিহাসিক বিষয়ে নানা প্রতিযোগিতামূলক পরীক্ষায় গুরুত্বপূর্ণ  কিছু প্রশ্ন থাকে। পাঠক চাহিদার কথা বিবেচনা করে আমাদের এই নিয়মিত আয়োজন- ইতিহাসের পাতায় আজ।

আজ ১৮ জুলাই, ২০১৯, বৃহস্পতিবার  ।  গ্রেগরিয়ান বর্ষপঞ্জী অনুসারে বছরের ১৯৭ তম (অধিবর্ষে ১৯৮ তম) দিন।

ঘটনাবলি:

 

 

১৬৬১ - স্টকহোম ব্যাংক থেকে ইউরোপে প্রথম ব্যাংক নোট ইস্যু করা হয়।

১৯৩২ - ভারতবর্ষের ইতিহাস ঐতিহ্য সংস্কৃতি বিষয়ের গবেষণা প্রতিষ্ঠান ‘ইন্ডিয়া রিসার্চ ইনস্টিটিউট’ প্রতিষ্ঠিত।

১৯৪৫ - দ্বিতীয় বিশ্বযুদ্ধে মিত্র শক্তির নেতৃবৃন্দ উইন্সটন চার্চিল, হ্যারি ট্রুম্যান, জোসেফ স্ট্যালিন জার্মানীর পোস্টডাম শহড়ে সাক্ষাৎ করেন।

১৯৪৫ - নিউ মেক্সিকোর আলামগার্দোতে মার্কিন পারমাণবিক বোমার প্রথম পরীক্ষামূলক বিস্ফোরণ ঘটানো হয়।

১৯৭৯ - হাসান আল বকর পদত্যাগ করেন ও সাদ্দাম হোসেন ইরাকের রাষ্ট্রপতি হন।

১৯৮১ - ডাঃ মাহাথির মোহাম্মদ মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর দ্বায়িত্ব গ্রহণ করেন।

১৯৯০ - ফিলিপাইনে ভূমিকম্পে ১৬ শতাধিক নিহত।


জন্ম:

১৮৬০ - অটো ইয়েসপার্সেন, একজন ডেনীশ ভাষাবিজ্ঞানী এবং ইংরেজি ব্যাকরণ বিশেষজ্ঞ।

১৮৭২ - প্রথমবার দক্ষিণ মেরুতে পৌছানো নরওয়েজিয়ান অভিযাত্রী রোল্ড আমুন্ডসেন।

১৮৮৮ - নোবেলজয়ী  ডাচ পদার্থবিদ ফিৎস জার্নিক।

১৯৭৩ - দক্ষিণ আফ্রিকার ক্রিকেটার শন পোলক।

মৃত্যু:

১৮৬৮ - বস্তুবাদী রুশ দার্শনিক ও সাহিত্য সমালোচক দমিত্তি পিসারিয়েভ।

১৯৮৫ - নোবেলজয়ী [১৯৭২] জার্মান ঔপন্যাসিক হাইনরিখ বয়েল।

১৯৮৫ - চিত্রকর, কবি ও চিত্র সংগ্রাহক শুভো ঠাকুর।

২০০০ - সাংবাদিক শামছুর রহমান।